বিজেপির নেতারা বলছেন নেতাজি, গান্ধীজিকে পছন্দ করি না। আবার বিজেপির কেন্দ্রের সরকার সংসদে ‘বন্দেমাতরম’ (Vandemataram) ১৫০ বর্ষপূর্তিতে আলোচনার আয়োজন করছে। বাস্তবে যে বিজেপি সংসদ চত্বরে ‘বন্দেমাতরম’ স্লোগান দিয়ে প্রতিবাদের বিরোধিতায় নিষেধাজ্ঞা জারি করেছিল, তাদের এই পদক্ষেপে কটাক্ষ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বর্ষপূর্তিতে দুই দিনের বিতর্ক-আলোচনার আহ্বান জানিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটা ভালো ব্যাপার। প্রথমে তো রাজ্যসভায় বিজ্ঞপ্তি জারি করল – ‘জয় হিন্দ’ (Jai Hind) বলা যাবে না। ‘বন্দেমাতরম’ (Vandemataram) বলা যাবে না।

আরও পড়ুন : সংসদে ‘বঙ্কিমদা’! মোদির ঔদ্ধত্যের প্রতিবাদ সৌগতর, ক্ষমাও চাইলেন না প্রধানমন্ত্রী

তবে বাংলা ও বাঙালি বিরোধী বিজেপির ‘বন্দেমাতরম’ বন্দনায় বিজেপির স্বরূপ তুলে ধরতেও বাকি রাখেননি বাংলার মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, কাল বিজেপির কয়েকজনের কথাও শুনলাম – নেতাজিকে আমরা পছন্দ করি না। ওনারা নেতাজি, গান্ধীজি, রাজা রামমোহন রায় কাউকেই পছন্দ করেন না। তাহলে কাকে করেন? কিভাবে এলেন ক্ষমতায় ওরা? যারা দেশের সম্পর্কে কিছুই জানে না তারা দেশকে অপমান করে। নেতাজি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরকে অপমান করে। এরা জানে বাংলার অবদান?

–

–

–

–

–

–


