কোচবিহারে দু’দিনের সফরে এসে প্রথম দিনেই মদনমোহন ঠাকুরের দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরের প্রতি তাঁর ব্যক্তিগত আবেগ রয়েছে। এদিনও পৌঁছেই সরাসরি মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। দীর্ঘক্ষণ ধরে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে পরিকাঠামো, ভোগ ঘর এবং অন্যান্য ব্যবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, রাসউতসব চলাকালীন মুখ্যমন্ত্রী হাজির থাকতে না পারলেও তাঁর হয়ে জেলাশাসক ও পুলিশ সুপাররা পুজো দেন। আগেও কোচবিহারে এলেই মদনমোহন মন্দিরে পুজো দিতে দেখা গেছে তাঁকে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন উদয়ন গুহ, অভিজিৎ দে ভৌমিক, রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়। মুখ্যমন্ত্রীকে ঘিরে গোটা এলাকা ছিল উচ্ছ্বাসে ভরপুর। মন্দিরে ঢোকা ও বেরোনোর সময়ে রাস্তার দুই পাশে তৃণমূল কর্মীদের ঢল নামে। দলের জয়ধ্বনি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কোচবিহার শহরে ছিল কঠোর নিরাপত্তা। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মন্দির দর্শন।

আরও পড়ুন- বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা
_

_

_

_

_

_

_
_


