Friday, December 12, 2025

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যারা এখনও স্কুলে কর্মরত এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন, তাঁরা সকলেই যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

মামলাকারীরা দাবি করেছিলেন, যোগ্য হলেও চাকরি হারানো প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক। কিন্তু বিচারপতি অমৃত সিনহার এজলাসে কোনও নির্দেশ দেননি। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্টেড লিস্ট অর্থাৎ অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, আর যারা যোগ্য, তাঁরা এখনও চাকরিতে রয়েছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “প্রতিদিন একেকজন একেকটি দাবি নিয়ে হাইকোর্টে আসবে, কিন্তু সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করতে হবে। অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দয়া করে আর কোনও নির্দেশ দেবেন না। নতুন নিয়োগে যদি কোনও টেন্টেড প্রার্থী ঢুকে পড়ে, তা প্রমাণ করতে পারলে, তাঁর নাম নিয়োগ তালিকা থেকে বাদ পড়বে।”

তিনি আরও উল্লেখ করেছেন, যারা এখনও চাকরিতে রয়েছেন, তাঁরা আনটেন্টেড হিসেবে বিবেচিত হবেন। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই আদালতের নির্দেশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। যদিও মামলাকারীদের দাবি, এসএসসি’র নবম-দশম শ্রেণির পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের জন্য আলাদা আলাদা ক্যাটেগরি ভিত্তিক তালিকা প্রকাশ করা হোক। তবে, কমিশন সেই তালিকা আলাদা করে প্রকাশ করছে না।

আরও পড়ুন – দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ...

ফর্ম ডিজিটাইজেশনের শেষ পর্যায়েই ভোটের প্রস্তুতিতে কমিশন, পরিস্থিতি পর্যালোচনা

বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই শেষ হল ইনিউমারেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া। বাংলার খসড়া তালিকা নির্ধারিত ১৬...

হতশ্রী বোলিংয়ের সঙ্গে ব্যর্থতা জারি টপ অর্ডারের, দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গী উদ্বেগও

subh পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার। কিন্তু লাভের লাভ কিছু...

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...