Monday, December 15, 2025

শুভশ্রীকে কুরুচিকর ট্রোল! থানায় অভিযোগ দায়ের রাজের

Date:

Share post:

দোষের মধ্যে একটাই, মেসির সাথে ছবি তোলা। সেই নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে শুভশ্রীকে নিয়ে। এই অবস্থায় পাশে দাঁড়ালেন পরিচালক-অভিনেতা ও বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। টিটাগড় থানায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly )নামে নেটদুনিয়া জুড়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালেন রাজ(Raj Chakraborty)।

রাজ এই বিষয়ে জানিয়েছেন টিটাগড় থানায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন তিনি কারণ একজন মহিলাকে যে ভাবে অপদস্থ হতে হয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য তাঁর প্রতিবাদ জানানো দরকার ছিল। এর নেপথ্যে রাজনৈতিক উস্কানি রয়েছে তাই আর কাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। এতে পুলিশি তদন্তে সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

শনিবার যুবভারতীতে উপস্থিত ছিলেন শুভশ্রী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবেই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু সেই উপস্থিতিই যেন অভিশাপ হয়ে গেল। নিজের সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার পর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তীরের বেগে ছুটে এল ব্যঙ্গ, বিদ্রুপ আর কদর্য মিম। বহু মানুষ টাকা দিয়েও মেসিকে দেখতে পেলেন না, সেখানে ক্ষোভ আসাটাই স্বাভাবিক। কিন্তু সব ক্ষোভ একজন অভিনেত্রীর ওপরেই কেন এই প্রশ্নই এবার প্রকাশ্যে তুলে ধরলেন রাজ চক্রবর্তী।

এর আগেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ”যুবভারতীর অরাজকতা অনভিপ্রেত, লজ্জাজনক এবং ফুটবলপ্রেমী বাঙালির প্রতি চরম অসম্মান। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে অতীত অভিজ্ঞতা থাকার পরও কীভাবে এত বড় ইভেন্টের পরিকল্পনায় এমন মারাত্মক ফাঁক রয়ে গেল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। আয়োজকেরা কি মেসির বিপুল জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? দোষীদের শাস্তি তিনি চান, কারণ সেদিন আঘাত পেয়েছে বাঙালির আবেগ।”

শুভশ্রীর প্রসঙ্গে রাজ বলেন, বিশৃঙ্খলার মধ্যেই তিনি আমন্ত্রিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রতিনিধি হিসেবে। অথচ সেই উপস্থিতির খেসারত দিতে হচ্ছে তাঁকেই। অভিনেত্রী বলে কি তিনি মেসির ভক্ত হতে পারেন না। একজন মানুষের পরিচয় একমাত্র পেশায় সীমাবদ্ধ নয়। শুভশ্রী কখনও মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও বন্ধু, কখনও অভিনেত্রী— আবার কখনও নিছক একজন ভক্ত। সব পরিচয়ের ঊর্ধ্বে তিনি একজন মানুষ।

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...