এই না কি প্রগতিশীল দল! কেরালার (Kerala) মালাপ্পুরমের থেনেলা পঞ্চায়েতে জয়ী বাম নেতা সৈয়দ আলি মজিদ (Syad Ali Mazid) জয়ের পরে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেন, মহিলাদের বিয়ে করে আনা হয় শুধু শোয়ার জন্য! এই দল! নির্দল হিসেবে সদ্য জয়ী আঞ্চলিক বাম নেতার (Left Leader) নারীবিদ্বেষী মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে।
সিপিএমের (CPIM) স্থানীয় সম্পাদক পদ থেকে পদত্যাগ করে নির্দল হয়ে ভোটে লড়েন সৈয়দ আলি মজিদ। মাত্র ৪৭ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। তার পরেই কেরালার (Kerala) মালাপ্পুরমের বামপন্থী কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় মুসলিম লিগের নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সমালোচনা করেন মজিদ। তাদের বিরুদ্ধে ‘ভোটের জন্য নারীদের ব্যবহার’ করার অভিযোগ আনেন। বলেন, “আমরা মহিলাদের অন্য পুরুষদের সামনে প্রদর্শনের জন্য বিয়ে করিনি। বরং তাঁদের স্বামীর সঙ্গে শোয়ার জন্য বিয়ে করেছি।”

শত শত মহিলা কর্মীর সামনেই মজিদ (Syad Ali Mazid) তাঁর বক্তৃতায় এই চূড়ান্ত নারীবিদ্বেষী মন্তব্য করেন মজিদ। তাঁর দাবি, “এই কারণেই বলা হয় যে বিয়ে হয়ে গেলে, তোমাদের কাজ শ্বশুরবাড়ির দেখাশোনা করা। যদি রাজনীতিতে প্রবেশ করো, তাহলে আরও বেশি শুনতে হবে। যদি শুনতে না পারো, তাহলে রাজনীতিতে থাকাই উচিত নয়। যদি আমার বক্তব্যের জন্য আমার বিরুদ্ধে মামলা করতে করা হয়, তাহলে আমি জানি কীভাবে তা সামলাতে হবে।” এই মন্তব্যের তীব্র নিন্দা হয়। বাম দলের প্রগতিশীল ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা।

–

–

–

–

–

–

–


