Tuesday, December 16, 2025

১৮ তারিখ থেকেই বড়দিনের উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর, রয়েছে বিশেষ আলোকসজ্জা

Date:

Share post:

১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিন থেকেই ৪ জানুয়ারি পর্যন্ত অ্যালেন পার্কে (Allen Park) চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এ বছর শিল্প সম্মেলনের কর্মসূচির কথা মাথায় রেখে বড়দিনের উৎসবের (Christmas Carnival) সূচিতে কিছুটা বদল আনা হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

প্রতি বছর সাধারণত ২০ ডিসেম্বর বড়দিনের উৎসবের উদ্বোধন করা হয়। কিন্তু এ বছর ১৭ ও ১৮ ডিসেম্বর রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কর্মসূচি থাকায় বড়দিনের অনুষ্ঠানের (Christmas Carnival) সূচি এগিয়ে আনা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ১৭ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসছে এমএসএমই সংক্রান্ত বৈঠক। পরদিন, ১৮ ডিসেম্বর আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হবে বিজনেস কনক্লেভ (Business Conclave)। ওই কনক্লেভে যোগ দিতে শহরে আসছেন দেশি ও বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারী এবং বণিক মহলের প্রতিনিধিরা।

নবান্নের তরফে জানানো হয়েছে, বিজনেস কনক্লেভের কর্মসূচি শেষ করেই মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে গিয়ে বড়দিনের উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন। শিল্প সম্মেলন এবং বড়দিনের উৎসব—এই দুই কর্মসূচি একসঙ্গে থাকায় এ বার শহরের সাজসজ্জা ও প্রস্তুতির দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিল্প সম্মেলনের কথা মাথায় রেখে বড়দিনের আলোকসজ্জায় বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের পাশাপাশি ভবানীপুর এলাকাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র হওয়ার পাশাপাশি এই এলাকাতেই রয়েছে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহ, যেখানে অনুষ্ঠিত হবে শিল্প সম্মেলন। সেই কারণেই ভবানীপুর ও সংলগ্ন এলাকাকেও আলোর সাজে মুড়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও খবরমঙ্গলে আনুষ্ঠানিক প্রকাশ, সোমেই অ্যাপে মিলছে খসড়া ভোটার তালিকা! বাদ পড়ল কত

পুরসভা সূত্রে খবর, বড়দিনের আলোকসজ্জার জন্য এ বছর কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্প সম্মেলনের জন্য শহরে আসা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে যাতে কলকাতা ও পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনও নেতিবাচক বার্তা না যায়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য প্রশাসন। শিল্প সম্মেলন ও বড়দিনের উৎসবকে কেন্দ্র করে তাই এ বার ডিসেম্বর জুড়ে শহর জুড়ে প্রস্তুতির ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠছে।

spot_img

Related articles

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...