Thursday, December 18, 2025

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

Date:

Share post:

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রানীল সেন। তিনি জানান, “এই অনুষ্ঠানটি মাননীয়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। ‘আমরা ধর্ম আমার, ধর্ম তোমার উৎসব সবার’ এই ভাবনায় বিশ্বাস করি।” তিনি জানান, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসবের সূচনা হয়। চলতি বছরে এই উৎসবে ১৫ বছরে পা দিতে চলেছে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর এবং অ্যাপিজে সুরেন্দ্র গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে, কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে। এই উৎসব চলবে ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। তিনি আরও জানান, ক্রিসমাস উৎসবের আবহে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এবং সংলগ্ন এলাকা বিশেষ আলোকসজ্জা ও ব্র্যান্ডিংয়ে সজ্জিত করা হবে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কার্নাক স্ট্রিট এলাকায় বসবে বিশেষ বাস্কিং প্রোগ্রাম। উদ্বোধনের পর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে কলকাতা পুলিশ। এরপর ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত পর্যটন দফতরের উদ্যোগে, তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...