লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার বাড়ল সেই টিমের সদস্য সংখ্যা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার, আইপিএস পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা VYBK ও এডিজি জাভেদ শামিমকে নিয়ে সিট (SIT) গঠনের পর, এ দিন ওই টিমে আরও আট জন পুলিশ আধিকারিককে যুক্ত করা হয়েছে। প্রয়োজনে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা।
গত ১৩ ডিসেম্বর মহানগরীতে পা পড়েছিল ফুটবলের রাজপুত্রের। দিনটা ঠিক যতটা স্বপ্নের মতো হবে বলে মনে করেছিলেন বিশ্বকাপজয়ীর ফ্যানেরা ততটাই যন্ত্রণার হয়ে দাঁড়ায় তাঁদের কাছে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ের জেরে সাধারণ দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেও খালি হাতে ফিরতে হয় বহু মানুষকে। এই ঘটনার তদন্তে SIT গঠন করা হয়েছিল। তদন্তের গতি বাড়াতে এ দিন যুবভারতীর ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক টিম (forensic team)। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, তার পুনর্নির্মাণে মাঠের বিভিন্ন অংশের ভিডিওগ্রাফি করা হয়েছে। মাঠের মধ্যে থাকা ক্যানোপির কাছে অগ্নিসংযোগের ঘটনায় সেখানে সোফার অনেকটা অংশ পুড়ে যায়। সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মাঠের থ্রিডি স্ক্যানিংও করেন ফরেনসিক সদস্যরা।এদিকে, শনিবার যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এর ফলে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার গ্রেফতার করা হয় তাকে। ধৃতের নাম রূপক মণ্ডল। বাইপাস লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ঘটনার দিন, রূপক নামে ওই যুবক ফেন্সিংয়ের তালা ভেঙে মাঠে ঢুকে ভাঙচুর চালায়। অন্যদেরও ঢুকতে সাহায্য করে।

–

–

–

–

–

–

–

–

