আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ বারও থাকছে ঘরে বসে বইমেলার নানা অনুষ্ঠান উপভোগ করার সুযোগ। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার কর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক কলকাতা বইমেলা সরাসরি ভার্চুয়ালি সম্প্রচার করা হবে মেলার অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে। যাঁরা সরাসরি মেলায় আসতে পারবেন না, তাঁরা ঘরে বসেই দেখতে পারবেন মেলার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বইমেলায় প্রায় ২৭ লক্ষ বইপ্রেমীর সমাগম হয়েছিল। সেই সঙ্গে সামগ্রিক বই বিক্রির পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা। এই পরিসংখ্যান বইমেলার জনপ্রিয়তা ও পাঠকসমাজের আগ্রহের দিকটি আবারও তুলে ধরছে।

এ বারের বইমেলায় এক বিশেষ সংযোজন হিসেবে থাকছে ফোকাল থিম কান্ট্রি। আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। জানা গিয়েছে, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলার সূচি অনুযায়ী, ২৫ জানুয়ারি উদযাপিত হবে থিম কান্ট্রি আর্জেন্টিনা দিবস। পাশাপাশি ২৯ জানুয়ারি পালিত হবে সিনিয়র সিটিজেন দিবস, যার নামকরণ করা হয়েছে ‘চিরতরুণ’।

প্রতিবছরের মতো এ বারও আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে একাধিক বিদেশি দেশ। এর মধ্যে রয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু ও কোস্টা রিকার মতো দেশগুলি। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য— দিল্লি, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ভোপাল, তামিলনাডু, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট ও মহারাষ্ট্র-সহ দেশের নানা প্রান্তের প্রকাশনা সংস্থাও মেলায় অংশ নিচ্ছে। এ ছাড়া এ বারের বইমেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্মরণ ও শ্রদ্ধার আয়োজনকে। বাংলা সিনেমার মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে থাকছে ‘বাংলা সিনেমার ইতিহাস ও মহানায়ক’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী। পাশাপাশি সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর নামাঙ্কিত একটি অডিটোরিয়াম থাকছে বইমেলা প্রাঙ্গণে। সব মিলিয়ে দেশ-বিদেশের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের মেলবন্ধনে আবারও পাঠকসমাজের মিলনক্ষেত্র হয়ে উঠতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

আরও পড়ুন- যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

_

_

_

_

_
_

