Thursday, December 18, 2025

প্রাধান্য পাবে মেক ইন বেঙ্গল, বাংলায় ১০০০০ মানুষের কর্মসংস্থানের আশ্বাস উমেশ চৌধুরীর

Date:

Share post:

বৃহস্পতিবার ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’-এর মঞ্চ থেকে টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী জানান, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে জানাতে চাই আগে ২০০ ওয়াগন বানাতাম, ছোট একটা কারখানা ছিল। গত ১০-১২ বছরে আমরা ৩টি জায়গা তৈরী করতে পেরেছি। এখন ১০০০ ওয়াগন বানাই। রাজ্যে আমরাই এখন সবথেকে বড় ওয়াগন প্রস্তুতকারক।” মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার কথা তুলে ধরে তিনি বলেন, ” আমাদের ফলতাতে যে ওয়াগন কারখানা আছে সেখানে মাল যাওয়া আসা খুব সমস্যা ছিল। আমাদের সেখানে ‘একসেস’ ছিল না। মুখ্যমন্ত্রী নিজে জেলা পর্যালোচনা বৈঠকের সময় দায়িত্ব নিয়ে ঠিক করিয়েছেন। এখন তাই আমরা অনেকটাই উন্নতি করতে পেরেছি। এছাড়া আমরা রাজ্যে সবথেকে বড় রেলের কোচ প্রস্তুতকারক হতে চলেছি। মুখ্যমন্ত্রী নিজে ৩ বছর আগে প্যাসেঞ্জার ট্রেনের কোচ বানানোর কারখানার শিলান্যাস করেছিলেন। সেখানে জমি কম থাকায় সমস্যা হচ্ছিল। এবার আমরা সরকারের থেকে লীজে জমি পেয়েছি। তাই ১০০০ মেট্রো ও বন্দে ভারত কোচ তৈরী করার পরিকল্পনা করা হচ্ছে।”

তিনি বলেন, ”ফলতাতে একটা শিপইয়ার্ড হবে যেখানে ১৬ থেকে ১৮টি স্পেশালাইস্ড জাহাজ করব। কালই আমাদের নেভির প্রথম ‘মেক ইন ইন্ডিয়া ভেসেল’ উদ্বোধন হল আর ওখানে আমরা স্পেশালাইস্ড নেভি ভেসেল করব। এই ক্ষেত্রে জমি দেওয়া হয়েছে তাই আগামী ১ বছরের মধ্যেই উৎপাদন শুরু হয়ে যাবে। যে জিনিস আমাদের রাজ্য থেকে কেনা হবে প্রতি বছর ৬-৮০০০ কোটি টাকার ব্যবসা হবে এমএসএমইর ও রাজ্যের শিল্পের। প্রায় ১০০০০ মানুষের কর্মসংস্থান হবে। কথা দিচ্ছি আমরা বাংলাকেই প্রাধান্য দেব। মেক ইন ইন্ডিয়ার মত মেক ইন বেঙ্গলকেই এগিয়ে নিয়ে যাব। বাংলার গর্ব ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র আর সেই দিক থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাধ্যমত চেষ্টা করব।” আরও পড়ুন: রাজ্যে ২ কোটি কর্মসংস্থান, কমেছে ৪০ শতাংশ বেকারত্ব: উন্নয়নের খতিয়ান তুলে বিরোধীদের অপপ্রচারের জবাব মুখ্যমন্ত্রীর

এরপরই তিনি বলেন, ”শুধু ওয়াগন তৈরী করতাম এখন আমরা রাজ্যের সবথেকে বড় মেট্রো কোচ করতে যাচ্ছি। আরামদায়কভাবে দূরপাল্লার ট্রেনে যাত্রা করার ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি হবে বাংলায়। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। টিটাগড় রেল সিস্টেম লিমিটেড (TRSL) ও ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) শুধুমাত্র বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির জন্য বিশেষ প্রোডাকশন লাইন তৈরি করেছে। হুগলির উত্তরপাড়ায় সেই প্রোডাকশন লাইনের উদ্বোধন ইতিমধ্যেই করা হয়েছে। বর্তমানে এক বছরে ৩০০ কোচ তৈরির ক্ষমতা রাখে টিটাগড় রেল সিস্টেম। এই সংখ্যাটা সংখ্যাটা বাড়িয়ে ৮৫০ করা হবে।”

spot_img

Related articles

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...

চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

বুধবার পাহাড়ে নিয়োগ মামলায় ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরেই...