অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স ডিরেক্টরেট। বেটিং অ্যাপে আর্থিক লেনদেনের অভিযোগে আগেও ইডি (ED) দফতরে হাজির দিতে হয়েছিল অভিনেতা-অভিনেত্রীদের। শুক্রবার, এই মামলায় আঙ্কুশ, মিমি, সনু সুদ-সহ বেশ কয়েকজন চিত্র তারকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান-র মতো ক্রিকেট তারাকারাও।
ওয়ান এক্স বেট নামক একটি অবৈধ বেটিং অ্যাপের (Betting App) মাধ্যমে টাকা আয়ের অভিযোগে আগেই মিমি-অঙ্কুশকে তলব করে ইডি। দিল্লি গিয়ে ED দফতরে গিয়ে হাজিরা দেন তাঁরা। হাজিরা দেন বলিউড (Bollywood) তারকা উর্বশী রাউতেলা, নেহা শর্মাও । যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রবিন উথাপ্পার মতো ক্রিকেট দুনিয়ার তারকাদেরও ডেকে পাঠানো হয়। এঁদের সবার সম্পত্তিই বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

মোট ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।
একনজরে তালিকা
মিমি চক্রবর্তী- ৫৯ লক্ষ টাকা
আঙ্কুশ হাজরা- ৪৭ লক্ষ ২০ হাজার টাকা
রবিন উথাপ্পা- ৮ লক্ষ ২৬ হাজার টাকা
নেহা শর্মা- ১ কোটি ২৬ লক্ষ টাকা
উর্বশী রাউতেলা (মায়ের সম্পত্তি)- ২ কোটি
সনু সুদ- ১ কোটি টাকা
যুবরাজ সিং- ২ কোটি ৫০ লক্ষ টাকা

অভিযোগ, প্রচারের জন্য বেআইনি টাকা ঘুরিয়ে বিদেশ থেকে তারকাদের হাতে আসত। সব কিছু জেনেই ১ এক্স বেটের প্রচার করেছেন তারকারা। আগেই শিখর ধাওয়ান, সুরেশ রায়নার ১১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

–

–

–

–

–



