Friday, December 19, 2025

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

Date:

Share post:

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, এই বরাদ্দের মধ্যে ১৩৮ কোটি টাকা আসছে কেন্দ্রীয় সরকারের তরফে ও বাকি ৯২ কোটি টাকা দেওয়া হবে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে। গ্রামীণ নিকাশি ও পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও জোরদার করতেই এই অতিরিক্ত অর্থ বরাদ্দ বলে প্রশাসনিক মহল সূত্র খবর।

নবান্ন সূত্রে খবর, প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিক সাফল্যের কারণেই চলতি অর্থবর্ষে এই নিয়ে চতুর্থবার অর্থ বরাদ্দ পেল পশ্চিমবঙ্গ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা এবং কেন্দ্রের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করায় রাজ্য বারবার অতিরিক্ত বরাদ্দের ছাড়পত্র পাচ্ছে বলে জানা যাচ্ছে। চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই এই খাতে খরচের জন্য ১২৪ কোটি টাকা ধার্য করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, এবারে যে ২৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার অন্তত ৭৫ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে খরচ করতে পারলে চলতি অর্থবর্ষেই আরও ২৩২ কোটি টাকা অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নের গতি বজায় রাখাই এখন পঞ্চায়েত দপ্তরের প্রধান লক্ষ্য। জেলা ও ব্লক স্তরে কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে সময়সীমা মেনে খরচের শর্ত পূরণ করা যায়।

স্বচ্ছ ভারত মিশনের (Swachh Bharat Mission) আওতায় গ্রামে গ্রামে শৌচালয় নির্মাণ, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রামগুলিকে সম্পূর্ণভাবে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের এক কর্তার কথায়, “রাজ্য যে ভাবে কাজ করছে, তাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। অতিরিক্ত বরাদ্দ পেলে গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতার পরিকাঠামো আরও মজবুত হবে।”

প্রশাসনিক মহলের মতে, কেন্দ্রীয় বরাদ্দের পাশাপাশি রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা স্বচ্ছ ভারত মিশনের প্রতি রাজ্যের অঙ্গীকারকেই স্পষ্ট করে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা গেলে চলতি অর্থবর্ষে আরও এক দফা বড় অঙ্কের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার পথ প্রশস্ত হবে বলেই মনে করছে নবান্ন।

spot_img

Related articles

ফের CPIM-এ নারীগঠিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীগঠিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...