শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে ছিল দুটি ম্যাচ। ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি এফসি ২-০ গোলে জয় পেলো কোপা টাইগার্স বীরভূমের বিরুদ্ধে। ডিএসএ মালদা স্টেডিয়ামে।অন্যদিকে জয়ের ধারা বজায় রাখল হাওড়া-হুগলি।
রয়্যাল সিটি দলের হয়ে গোলদু’টি করলেন দুই ভূমিপুত্র সাজন সাহানি (৩২’) ও রবি হাঁসদা (৬৬’ পেনাল্টি)। এই নিয়ে ৩ ম্যাচে দ্বিতীয় জয় পেলো রয়্যাল সিটি, অপরদিকে হারের হ্যাটট্রিক করলো কোপা টাইগার্স বীরভূম।

এর আগে দিনের প্রথম ম্যাচে নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে পিছিয়ে পড়েও নর্থ ২৪ পরগণাস্ এফসি-কে ২-১ গোলে পরাজিত করে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি।প্রথম ম্যাচেও এফসি মেদিনীপুরের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছেড়েছিল তারা। আর শুক্রবারের ম্যাচেও পিছিয়ে পড়ে পালটা দু’গোল দিয়ে জয় ছিনিয়ে নিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। ব্যারেটোর কোচিংয়ে শুরু থেকেই ভালো ছন্দে আছে গঙ্গাপারের দল।

ম্যাচের ১৩ মিনিটে কুন্তল পাখিরার গোলে এগিয়ে যায় হোম টীম। কিন্তু প্রথমার্ধের সংযোজিত সময়ের তৃতীয় মিনিটে আকাশ দাসের সমতাসূচক গোলের সৌজন্যে খেলার ফল ১-১ করে বিরতিতে যায় কোচ ব্যারেটোর দল। এরপর দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে সাহিল হরিজনের গোলে শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠলো হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি।

–

–

–

–

–



