পশ্চিমবঙ্গে ভোটের আগেই মানুষকে বিভ্রান্ত ও ব্যস্ত রাখতে বিজেপির নানান কৌশলের কথা প্রকাশ করেছে তৃণমূল। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফন্দি হল নাগরিকত্বের বিষয়। তৃণমূলের দাবি, নাগরিকত্ব দেওয়ার নামে কয়েক বছর ধরে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি।
বিজেপির হাফমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে এই পরিকল্পনার সুত্র খুঁজে পাওয়া গেছে। প্রাক্তন বিজেপি নেতা বলেছেন, নাগরিকত্ব একটি জটিল বিষয়, তাই সময় লাগবেই। কিন্তু তৃণমূলের ভাষ্যে, এটি আসলে একটি চক্রান্ত। এর মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে, কাদের তারা ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে পরবর্তী সময়ে।

তৃণমূলের দাবি, বাংলায় বিজেপি আসলে পরিকল্পিতভাবে সিএএ সংক্রান্ত কার্যক্রম করতে চেয়েছিল, যা তাদের নেতাদের কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তৃণমূল, পাশাপাশি বাংলার মানুষের পাশে রয়েছে সরকার।

আরও পড়ুন – প্রয়াত বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর উপ-প্রধান এ কে খন্দকার, বয়স হয়েছিল ৯৬

_

_

_

_

_

_
_


