ছ’মাসের মধ্যেই ফের টিকিটের দাম বাড়াচ্ছে ভারতীয় রেল! বছরের শেষে ট্রেনের যাত্রীদের জন্য বড় ধাক্কা। নন এসি কোচে ৫০০ কিলোমিটার যেতে ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে। রবিবার ভারতীয় রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নতুন ভাড়ার কাঠামো জানানো হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। কিন্তু তাতে আদৌ যাত্রী সুরক্ষা (Passenger Security) নিশ্চিত হবে কি? থেকেই যাচ্ছে প্রশ্ন।
ভারতীয় রেল সূত্রে খবর, ২১৫ কিলোমিটারের পর থেকে জেনারেল কামরা (অর্ডিনারি ক্লাস)-এ যেতে প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বাড়বে। মেল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা করে। নন এসি কোচে ৫০০ কিলোমিটার যেতে ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে। যদিও শহরতলির ট্রেন এবং মান্থলি টিকিটের দাম বাড়ানো হচ্ছে না। তবে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না।

এই ভাড়া বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে রেলের তরফে জানানো হয়েছে, এই ভাড়া বৃদ্ধিতে অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে রেলের। গত এক দশকে রেলের নেটওয়ার্ক সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়েছে। ট্রেনের পরিষেবা ছাড়াও বেড়েছে কর্মীক্ষমতা। বর্তমানে রেলের কর্মীদের জন্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা ব্যয় করা হয়। পেনশন বাবদ খরচ বেড়ে হয়েছে ৬০ হাজার কোটি। রেলের মতে যাত্রীসুরক্ষায় রেলের এই পদক্ষেপ কিন্তু এর মধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে আগের বার ভাড়া বাড়ানোর সময়েও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে একেবারেই অন্য চিত্র ধরা পড়েছে। একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে রেল। এবার ব্যতিক্রমী কিছু হবে কিনা এই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আরও পড়ুনঃ মোদিরাজ্যে চিড়িয়াখানায় কোবরার কামড়ে মৃত্যু সিংহীর

–

–

–

–

–

–

–


