আইসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে(U19 Asia Cup) ভারতের স্বপ্নভঙ্গ, ফাইনাল ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতীয় যুব দলের। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই টানটান উত্তেজনা, তা সে বড়দের খেলা হোক বা ছোটদের। দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেন(U19 Asia Cup Final)) ছোটরা কিন্ত মেজাজে বড়দের হার মানালেন।
ব্যাট হাতে ব্যর্থ হলেন আয়ূষ, বৈভবরা(Vaibhav Suryavanshi)। কিন্ত যেভাবে পাক ক্রিকেটারদের চোখে চোখ রেখে পাল্টা জবাব দিলেন, তা দেখে ক্রিকেটপ্রেমীরা বড়দের দ্বৈরথের স্মৃতি খুঁজে পেলেন। ফাইনাল ম্য়াচে বড় রান করতে ব্য়র্থ বৈভব। ভারতের প্রধান ব্যাটার আউট হওয়ার পর শুরু হয় পাক শিবিরের উল্লাস। যা সহ্য করতে না পেরে বৈভবও তর্কে জড়িয়ে পড়েন পাকিস্তানি খেলোয়াড়দের সাথে। যার ফলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।

একই সঙ্গে প্রতিপক্ষ দলের সঙ্গে তর্কে জড়ালেন আয়ূষ মাত্রেও। আউট হওয়ার পর মাঠ ছেড়ে না গিয়ে সরাসরি বোলারের দিকে এগিয়ে যান এবং দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী ছুটে এসে অধিনায়ককে শান্ত করার চেষ্টা করেন।আম্পায়ারদের প্রচেষ্টায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি,তবে ম্যাচজুড়েই দুই দলের ক্রিকেটারদের মধ্যে এই চাপা উত্তেজনা বজায় ছিল। ছোটদের এই লড়াই বুঝিয়ে দিল, ভারত-পাক ক্রিকেট ম্যাচের চাপ আর আবেগ বয়সের সীমানা মানে না।

প্রথমে ব্য়াট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান তোলে পাকিস্তান। ১৭২ রান করেন সামীর মিনহাস। ভারতের বোলাররা এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হলেন। জবাবে ব্য়াট করতে নেমে ১৫৬ রানেই অল আউট ভারত। ২৬ রান করলেন বৈভব, আয়ূষ মাত্র ২ রানে আউট হলেন।

–

–

–

–

–



