নিউটাউনের রেষ কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকাণ্ড! রবিবার ছুটির দিনে এন্টালির আনন্দপালিত নামের এক বহুতলের ৪ তলায় ভয়াবহ আগুন (Kolkata Fire) লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন। জানা গিয়েছে, রবিবার দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তার সূত্র এখনও জানা যায়নি।
এলাকা সুরক্ষিত করতে বের করে নিয়ে যাওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডার। সেগুলি বিস্ফোরণ হলে আরও ভয়াবহ হতে পারত অগ্নিকাণ্ড। সংকীর্ণ রাস্তা ওই এলাকায়। গোটা পরিস্থিতি আতঙ্কিত স্থানীয়রা। বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অনেকেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আরও পড়ুন: দীপু দাসের খুনে ইউনূসের গ্রেফতারি ‘শো অফ’: সরব তসলিমা

–

–

–

–

–

–

–

–


