সরকারের (Bangladesh Govt.) মদতে পরিকল্পিতভাবে খুন হয়েছে ওসমান হাদি! বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার সরব হয়েছেন সাহিত্যিক ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন (Taslima Nasreen)। এবার তিনি সমাজমাধ্যম ফেসবুকে বাংলাদেশের বর্তমান সরকার ষড়যন্ত্র করে হাদিকে খুন করিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন।
রবিবার রাতে ফেসবুকে একটি লেখায় তসলিমা বাংলাদেশের বর্তমান পরিস্থিতে সরকারের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে লেখেন, “কয়েক ঘণ্টা ধরে জিহাদিরা ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, আর উদীচীর কার্যালয় লুঠ করেছে, ভেঙেছে, পুড়িয়েছে। পুলিশ আসেনি। মনে হচ্ছে গোটা ব্যাপারটাই করিয়েছে সরকার। পুলিশ সরকারের গ্রিন সিগ্নেল পায়নি বলে কর্মস্থল ত্যাগ করেনি।”

তসলিমা অভিযোগ করেছেন, এর আগেও অনেক ঘটনাতে দেখা গিয়েছে ভিকটিম মারা যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। দীপুহত্যা কাণ্ডেও এর অন্যথা হয়নি। তসলিমার মতে, যারা পুলিশকে নির্দেশ দেয়, তারাই হয়তো এইসব ক্ষেত্রে পুলিশকে হস্তক্ষেপ করতে বাধা দেয়। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে তসলিমা নাসরিন লেখেন, “হাদির সম্ভাব্য আততায়ী ফয়সলের একাউন্টে ১২৫ কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে। টাকাটা কে দিল? সরকারের অদৃশ্য হাত নয় তো?” আরও পড়ুন: দীপু দাসের খুনে ইউনূসের গ্রেফতারি ‘শো অফ’: সরব তসলিমা

–

–

–

–

–

–

–


