দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে রওনা দেওয়া স্টিম ইঞ্জিনচালিত ঐতিহ্যবাহী টয় ট্রেনটি স্টেশন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মেরি ভিলা এলাকায় হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিনের সঙ্গে যুক্ত ছিল দুটি কোচ। ওই সময় ট্রেনটিতে মোট ৫৮ জন পর্যটক ছিলেন, যাঁরা দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জয় রাইডে অংশ নিয়েছিলেন।
রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরপরই সমস্ত পর্যটককে নিরাপদে কোচ থেকে নামিয়ে দার্জিলিং রেল স্টেশনে ফিরিয়ে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হননি। রেল কর্তৃপক্ষ সমস্ত পর্যটকের টিকিটের টাকা ফেরত দিয়েছে।

এই দুর্ঘটনার জেরে দিনের বাকি সময়ের জন্য জয় রাইডের পাঁচটি পরিষেবা বাতিল করা হয়। পাশাপাশি ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে আসা দুটি জয় রাইড ডালি ক্রসিংয়ে থামিয়ে দেওয়া হয়। ওই ট্রেনগুলির যাত্রীদের বিকল্প গাড়িতে করে ফেরানোর ব্যবস্থা করা হয়।

জানা গিয়েছে, গত ১৩ দিন ধরে নিয়মিত চলছিল এই জয় রাইড। পর্যটন মরসুমে প্রায় প্রতিটি রাইডেই আসন পূর্ণ থাকছে। দার্জিলিংয়ে আসা অধিকাংশ পর্যটকই টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিতে চান। লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য দার্জিলিং থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের তিনধারিয়া থেকে একটি উদ্ধারকারী ভ্যান পাঠানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের মধ্যেই উদ্ধারকাজ সম্পূর্ণ হবে। আগামীকাল থেকেই টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, যাঁরা আজ সন্ধ্যার জয় রাইডের জন্য আগাম বুকিং করেছিলেন, তাঁদের অনেকেই রাইড বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। কারণ, তাঁদের মধ্যে অনেক পর্যটকেরই আগামীকাল দার্জিলিং ছাড়ার কথা। কলকাতা থেকে আসা একদল পর্যটক জানান, টয় ট্রেনে চড়ার উদ্দেশ্যেই তাঁরা দার্জিলিংয়ে এসেছিলেন। ট্রেন বাতিল হওয়ায় তাঁদের আবার আগামীকাল ফের আসতে হবে। তবে নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়ায় রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন করেছেন তাঁরা।

আরও পড়ুন – সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা

_

_

_

_
_


