বাংলাদেশে (Bangladesh) দীপু দাস (Dipu Das) খুনের প্রতিবাদের অজুহাতে কলকাতায় (Kolkata) মিছিলের নামে অশান্তি বাধানোর চেষ্টা হিন্দুত্ববাদী সংগঠনের। বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানের নামে বিশৃঙ্খলা চালানোর অভিযোগ। পুলিশের ব্যরিকেড (Police Barricade) ভেঙে ডেপুটি হাই কমিশনের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। পুলিশ সরাতে গেলেও আক্রমণ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ (Police)। 
সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহে সেদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে এদিন শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। ছিল বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠন। সকাল ১১টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর ২টো নাগাদ মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।

রণক্ষেত্রের চেহারা নেয় বেকবাগান এলাকা। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকজনের মাথা ফেটে যায় বলেও অভিযোগ। কয়েকজনকে আটক করে পুলিশ। প্রিজন ভ্যান বিক্ষোভকারীদের নিয়ে এগোতেই, পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ শুরু হয়। পরে গাড়িটিকে বার করে নিয়ে যায় পুলিশ।

–

–

–

–

–

–

–


