রোজ রোজ পণের বা সন্দেহের বশে যেখানে স্বামীর অত্যাচারের শিকার বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তের গৃহবধূরা, সেখানে স্ত্রীর প্রতি ভালোবাসার নজির রাখলেন প্রত্যন্ত সুন্দরবনের (Sunderban) এক মৎস্যজীবী (fisherman)। স্ত্রীর জন্য লড়ে গেলেন রয়্যাল বেঙ্গলের (royal bengal tiger) সামনে। শেষমেশ সঙ্গীদের নিয়ে স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করলেন কাকদ্বীপ হাসপাতালে (Kakdwip hospital)। স্ত্রী শঙ্করী জীবনের সঙ্গে লড়াই করলেও আশা ছাড়েননি স্বামী।
সুন্দরবনের পাথরপ্রতিমার (Patharpratima) জি-প্লটের সত্যদাসপুরের বাসিন্দা শঙ্করী নায়েক। সুন্দরবনের আর পাঁচজন মৎস্যজীবীর মতোই স্বামী সুভাষ নায়েকের সঙ্গে কাঁকড়া ধরা তাঁর পেশা। মঙ্গলবার ভোরে স্বামী ও গ্রামের সঙ্গীদের সঙ্গে শঙ্করী বিজি আড়ির জঙ্গলের পাশে সীথির খালে কাঁকড়া ধরছিল। সেই সময়ে বাঘ (royal bengal tiger) এসে শঙ্করীর ঘাড়ে ঝাঁপায়। তাঁকে তুলে নিয়ে ঢুকে যায় জঙ্গলের ভিতরে।

আরও পড়ুন : প্যাংগং লেকের ধারে রেড ফক্স! ভাইরাল বন্যপ্রাণকে ঘিরে সতর্কবার্তা

কিন্তু রয়্যাল বেঙ্গলকে ভয় না পেয়ে কাঁকড়া ধরার লোহার শিক ও লাঠি নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে সুভাষ। সঙ্গ দেয় সঙ্গীরাও। চিৎকার চ্যাঁচামেচি ও লাঠিসোটার ভয়ে প্রায় ঘণ্টাখানেক পরে বাঘ শঙ্করীকে ছেড়ে রণে ভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পালায়। শঙ্করীকে দ্রুত উদ্ধার করে পাথরপ্রতিমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে স্ত্রীর প্রাণ ভিক্ষায় অপেক্ষা করছেন সুভাষ নায়েক।

–

–

–

–

–

–


