বড়দিনের আগের সকালে মহাকাশ গবেষণায় নয়া মাইলস্টোন ইসরোর(ISRO)। ভারতীয় রকেটেই মহাকাশে পাড়ি দিল বিশাল ওজনের মার্কিন কৃত্রিম উপগ্রহ। প্রায় ৬ হাজার কেজির ওজন সম্পন্ন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল ভারতের এলভিএম৩-এম৬ রকেট।

ভারত সহ বিশ্ব জুড়েই চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। কিন্তু ক্রিসমাসের প্রাক মুহূর্তে ইসরোর(ISRO) নয়া মাইলস্টোন।বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা এএসটি স্পেসমোবাইল-এর তৈরি অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লু বার্ড ৬’(Bluebird Block)।

তবে এই কৃত্রিম উপগ্রহ পাড়ি দিল ভারতের তৈরি এলভিএম৩-এম৬ রকেটে। যার পোশাকী নাম বাহুবলী। বুধবার সকাল ৮.৫৪ মিনিটে এই রকেটের উৎক্ষেপণ হওয়ার কথা ছিল কিন্তু মহাকাশে কিছু জটিলতা থাকার জন্য উৎক্ষেপণের সময়সীমা ৯০ সেকেনন্ড পিছিয়ে দেওয়া হয়। ৮.৫৫ মিনিটে হল সফল উৎক্ষেপণ।
এই কৃত্রিম উপগ্রহের ওজন ৬,১০০ কেজি। এখনও পর্যন্ত ব্লু বার্ড ৬-ই ভারতের কোনও রকেট দ্বারা মহাকাশে পাঠানো সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, , উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা ব্লু বার্ড ৬-এর। এরপর প্রায় ৫২০ কিলোমিটার উচ্চতায় তার নির্ধারিত কক্ষপথে গিয়ে থিতু হবে কৃত্রিম উপগ্রহের।

ইসরোর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমাদের পরিশ্রমী মহাকাশবিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানাই৷ভারতের মহাকাশ যাত্রায় একটি গর্বের মাইল ফলক। এই সাফল্য আত্মনির্ভর ভারতের দিকে কয়েক কদম এগিয়ে দেবে।

–

–

–

–

–


