হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। ‘দুয়ারে বেনারসি’ নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্প চালু করেছেন। এই অভিনব ভাবনার কথা প্রথম বলেন স্থানীয় তৃণমূল (TMC) সাংসদ পার্থ ভৌমিক (Parth Bhowmik)। বিয়ের আগে রাজ্য সরকারের তরফে ২৫০০০ টাকা করে দেওয়া হয়। এবার বিয়ের আগে ‘দুয়ারে বেনারসি’ (Duare Benarasi) প্রকল্প চালু করা হল। তার জন্য বিয়ের আগে পঞ্চায়েতে আবেদন করতে হবে। সোমবার কয়েকজনের হাতে বেনারসি শাড়ি তুলে দেওয়া হয়।

এই প্রকল্প শুরু হয় পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভায়। কাঁপা চাকলার গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী বলেন, “আমাদের পঞ্চায়েত ৪৭ টি জনমুখী প্রকল্পের সঙ্গে যুক্ত আছে। এই অভিনব ভাবনার কথা প্রথম বলেন আমাদের সাংসদ পার্থ ভৌমিক।” যে মেয়েদের সামনে বিয়ে তাঁরা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলে এবং বিয়ের প্রমাণ দেখালে তাঁদের হাতে বেনারসি তুলে দেওয়া হবে। এইরকম উদ্যোগ নতুন।
আরও খবর: দেব বনাম ইন্ডাস্ট্রি! অভিমানী পোস্ট ঘিরে তুমুল শোরগোল টলিপাড়ায়

কাঁচরাপাড়ার জোনপুরের বাসিন্দা ঝুম্পা রায় জানিয়েছেন, “আমার বাবা নেই। শুনলাম পঞ্চায়েত থেকে বেনারসি (Duare Benarasi) দেওয়া হচ্ছে। সুন্দর বেনারসি। আমি খুব খুশি। খুব উপকার হল।” একই ভাবে উপকৃত হয়েছে গৌরী নাথ। তিনি বলেন, “পঞ্চায়েত থেকে বেনারসি দিচ্ছে ভাবতেই পারছি না। এসে দেখলাম বিবাহ যোগ্য মেয়েরা দুয়ারে বেনারসি প্রকেল্পের মাধ্যমে শাড়ি পাচ্ছেন। পেয়ে খুবই উপকৃত হলাম।”
–

–

–

–

–

–

–


