রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বড়দিন উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর বিকেলে স্যোশাল মিডিয়া পেজে নিজের লেখা, সুর দেওয়া গান পোস্ট করলেন মমতা। গানটি গেয়েছে সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যবাসীকে ‘Merry Christmas’ জানান মুখ্যমন্ত্রী।

নিজের স্যোশাল মিডিয়া পেজে মমতা লেখেন, “শান্তির দীপ এসো ঘরে ঘরে
তুমি প্রভু এসো হৃদয় জুড়ে…
সকলকে জানাই ‘Merry Christmas ‘
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

বাংলার যেকোনও উৎসব বা বিশেষ দিন উপলক্ষ্যে গান লেখেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, উৎসব উপলক্ষ্যে নিয়মিত গান লেখেন তিনি। দুর্গাপুজো, কালীপুজো-সহ বিভিন্ন পুজো, ছট পার্বন বা বনমহোৎসব- সব বিষয় নিয়েই গান রচনা করেন মমতা। ভাষা আন্দোলন নিয়েও গান লিখে সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেছিলেন তিনি। মন্দির উদ্বোধন ও রথযাত্রার দিন সেই গান বাজানো হয়েছিল।
মুখ্যমন্ত্রীর লেখা-সুর দেওয়া এবারের বড়দিনের গান প্রকাশ হতেই ভাইরাল। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

–

–

–

–

–

–


