প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার লন্ডন (London) থেকে ঢাকায় এসেছে তাঁর কন্যার বিড়াল ‘জেবু’।

বৃহস্পতিবার বেলা ১২টার নাগাদ বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জেবুর বাংলাদেশে ফেরার একটি ছবি পোস্ট করা হয়। তাঁর পরেই সেই ছবিটি নেটিজেনদের নজর কাড়ে। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘দেশে ফিরেছে জেবু’।

বেলা ১১টা ৩৯ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সেই বিমানে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সম্প্রতি তারেক রহমান এক সাক্ষাৎকারে বলেন “বিড়ালটি মূলত আমার মেয়ের। তবে এখন সে আমাদের পরিবারের সবারই খুব আদরের হয়ে গিয়েছে এবং আমরা সবাই তাকে অনেক ভালোবাসি।” তিনি মাঝেমধ্যেই জেবুর সঙ্গে নিজের সময় কাটানোর ভিডিও বা ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন। তার পর থেকেই জেবু সমাজ মাধ্যমে যথেষ্ট পরিচিত হয়ে ওঠে।

তার দেশে ফেরার আনন্দে গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তাই বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে।
সংবর্ধনার অনুষ্ঠান শেষ করে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তাঁর মা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। তাঁকে তিনি দেখতে যাবেন।

–

–

–

–

–


