বছরের শেষে খারাপ খবর হলিউডে। প্রয়াত ‘দ্য লায়ন কিং’ (The Lion King)-এর জনপ্রিয় অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। ‘দ্য লায়ন কিং’ সিনেমায় তাঁর অভিনয় বা কণ্ঠ অনেকেরই চেনা। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই খুন হলেন তিনি।

নিউ জার্সিতে ইমানি তাঁর পরিবারের সঙ্গেই থাকতেন। গত ২১ ডিসেম্বর তাঁর নিজের ঘর থেকেই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শরীরে ছিল ধারালো অস্ত্রের গভীর ক্ষত। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইমানির এই পরিণতির জন্য তাঁর প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে দায়ী করেছে পরিবার। অভিযোগ, জর্ডানই তাঁকে এভাবে নৃশংসভাবে খুন করেছেন। পুলিশ ইতিমধ্যেই জর্ডানকে গ্রেফতার করেছে এবং কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে। আরও পড়ুন: ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়
ইমানির পরিবার সোশাল মিডিয়ায় এই খবরটি জানিয়ে একটি আবেগঘন পোস্ট করেছে। তাতে লেখা, ইমানি তাঁর ছোট ছোট তিন সন্তান, মা-বাবা আর ভাইবোনদের নিয়ে সুখে থাকতে চেয়েছিলেন। কিন্তু সেই সুখ আর সইলো না। এত কম বয়সে এক প্রতিভাবান শিল্পীর এমন করুণ পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা হলিউডে।

–

–

–

–

–

–


