দুয়ারে বিধানসভা ভোট, নতুন বছরের শুরু থেকেই জোর কদমে প্রচারে নামছে তৃণমূল। শুক্রবারের বৈঠকে প্রচারের রূপরেখা স্থির করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)।

রাজ্য জুড়ে নয়া কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)। আগামী ২ জানুয়ারি থেকে যা শুরু হবে। এ-বিষয়ে আজ, শনিবার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানাবেন তিনি। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে এ-কথা নিজেই জানিয়েছেন। তাঁর কথায়, সব কর্মসূচি একই সঙ্গে চলবে। ফলে দলীয় সতীর্থদের উদ্দেশে তাঁর বার্তা, কোনও কর্মসূচিতেই শিথিলতা দেখানো চলবে না। নতুন বছরের শুরু থেকেই একাধিক কর্মসূচি নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ প্রচারে ঝড় তুলতে চলেছে তৃণমূল।

শুক্রবার তৃণমূলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কয়েক হাজার নেতানেত্রী সেখানে ছিলেন।
সিদ্ধান্ত হয়েছে দু’ভাগে ভাগ করে ‘উন্নয়নের পাঁচালি’ তুলে ধরবে শাসক দল। বৈঠকে অভিষেক জানিয়েছেন, দলের তরফে ১৮০০ প্রভাবশালীকে চিহ্নিত করা হয়েছে। এঁদের মধ্যে ২০০ জন রাজ্যস্তরের প্রভাবশালী। জেলাস্তরের ১৬০০ মানুষের কাছে পৌঁছাবে এই দলীয় নেতৃত্ব।

জেলাস্তরে পৌঁছে পাঁচালির কিট নিয়ে প্রভাবশালীদের কাছে যাবেন স্থানীয় স্তরের নেতৃত্ব এবং বিধায়কেরা।কার কাছে কারা যাবেন, তা শনিবারই নির্দিষ্ট করে দেওয়া হবে দলের তরফে।

–

–

–

–



