যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুধু দলে সুযোগ পাওয়াই নয় একইসঙ্গে বিশ্বকাপের আগেই নেতৃত্বের অভিষেকও হচ্ছে তাঁর।

তরুণ তারকাদের নিয়ে গঠিত হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড। নেতৃত্বে রয়েছেন আয়ুষ মাত্রে, সহ-অধিনায়কের দায়িত্বে ভিহান মালহোত্রা।তবে বিশ্বকাপের আগে রয়েছে আরও একটি সিরিজ।বিশ্বকাপ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আয়োজক দেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারতীয় যুব দল।

চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না আয়ুষ মাত্রে। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেতা হিসাবে বাছা হয়েছে বৈভবকে (Vaibhav Suryavanshi)।
সময়টা দারুন যাচ্ছে বৈভবের।শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পায় বিহারের এই তরুণ তুর্কি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হয়

একনজরে ভারত অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ,বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু,হারভংশ সিং,অম্বরিশ,কনিষ্ক চৌহান,খিলান এ প্যাটেল,মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ধব মোহন

–

–

–

–

–


