Sunday, December 28, 2025

‘ভূমিকম্পের আগে’, উৎপল সিনহার কলম 

Date:

Share post:

উৎপল সিনহা

বাইরে আমি হিরো হলেও
ঘরে কুনো ব্যাঙ…

কুনো ব্যাঙকে নিয়ে যারা মজা-মস্করা করেন তাঁদের এবার একটু সতর্ক হওয়া উচিত। কেননা কুনো ব্যাঙের একটা বিশেষ ক্ষমতা নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে বিশ্বব্যাপী। আসলে পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্পের সংখ্যা যত বাড়ছে ততই বেশি আলোচনার কেন্দ্রে এসে দাঁড়াচ্ছে বেচারা তুচ্ছ কুনো ব্যাঙ। কী আলোচনা ?

কুনো ব্যাঙের নাকি এমন এক বিশেষ ক্ষমতা আছে যা প্রাণীজগতে প্রায় বিরল। ভয়াবহ ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ আগেই নাকি কুনো ব্যাঙ টের পেয়ে যায় কী ঘটতে চলেছে।

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে তথাকথিত অতি তুচ্ছ কুনো ব্যাঙ।অন্যান্য প্রাণীদের মধ্যে কুকুর , বিড়াল , হাতি , সাপ এবং মাছও ভূমিকম্পের আগে অস্বাভাবিক আচরণ করে , ভীষণ ছটফট করে , তাদের মধ্যে বেশ একটা অস্থিরতা লক্ষ্য করা যায়।

তারা ভয় পায়, বিপন্ন বোধ করে , নিরাপত্তাহীনতায় ভোগে এবং স্থানান্তরে যেতে চায় বিপদসঙ্কেত পেয়ে। কিন্তু তা হয়তো ভূকম্পনের কয়েক ঘণ্টা আগে, বড়োজোর ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে। তবে হ্যাঁ , এই আগাম টের পাওয়ার ব্যাপারে অন্যান্য প্রাণীদের চেয়ে যোজন যোজন এগিয়ে কুনো ব্যাঙ।

হাতিরা তাদের পা এবং কান ব্যবহার করে মাটির কম্পন অনুভব করতে পারে। গরু ও মহিষ ছটফট করতে থাকে, তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, সাপ অনেক সময় ভূমিকম্পের আগে গর্ত থেকে বেরিয়ে আসে, পালাতে চায়, কিছুটা দিশেহারা হয়ে পড়ে। এ সময় পাখিদের মধ্যেও বেশ অস্বাভাবিকতা দেখা যায়। মাছগুলো পুকুর ও জলাশয়ের জলের আলোড়ন থেকেই আগাম বিপদের আঁচ পেয়ে অস্থির হয়ে ওঠে এবং যেভাবে হোক বাঁচতে চায়। প্রচণ্ড ভীত ও সন্ত্রস্ত হয়ে ডাঙায় উঠে আসার জন্য মরিয়া হয়ে ওঠে তারা।

ইঁদুর ও ওয়েসল জাতীয় প্রাণীরাও মাটির কম্পন অনুভব করে ভূমিকম্পের বেশ আগেই তাদের বাসস্থান ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। বিড়ালের দল ভীত হয়ে ছোটাছুটি করে। বিজ্ঞানীরা মনে করেন, ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ পাথরে চাপের পরিবর্তন ঘটে, যার ফলে বিশেষ এক ধরনের গ্যাস বা রাসায়নিক উপাদান নির্গত হয়। এই পরিবর্তন ব্যাঙের স্নায়ুতন্ত্রে ধরা পড়ে। তাই তারা ভূমিকম্পের পূর্বাভাস পায়।

ইতালিতে একটি গবেষণায় দেখা গেছে ভূমিকম্পের পাঁচ দিন আগেই ব্যাঙের দল নিজেদের বাসস্থান ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে চলে গিয়েছিল। গবেষকরা ব্যাঙের দেহে একধরনের বিশেষ সঙ্কেতযুক্ত যন্ত্র লাগিয়ে তাদের আচরণ পর্যবেক্ষণ করেন এবং দেখতে পান যে, ভূমিকম্পের অনেক আগেই ব্যাঙের দল খুবই অস্বাভাবিক আচরণ করতে থাকে। অন্যান্য প্রাণীদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায় তার অনেক পরে। গবেষকরা মনে করেন, অনেক প্রাণীই ভূকম্পনের বেশ আগেই ‘ পি – ওয়েভ ‘ নামক ক্ষুদ্র কম্পন অনুভব করে, যা মানুষ সাধারণত অনুভব করে না। এইসব প্রাণীরা মাটি কেঁপে ওঠার আগেই বিশেষ সেন্সর বা সংবেদনশীলতায় কাঁপন বা পরিবেশগত পরিবর্তন টের পায়, যা তাদের অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের পথে চালিত করে।‌

হাতিরা ভূমিকম্প টের পায় তাদের পায়ের সংবেদনশীল রিসেপ্টর ও শুঁড়ের মাধ্যমে।‌ সুক্ষ্ম কম্পন অনুভব করার পর তারা দলবদ্ধভাবে সতর্ক হয়ে যায় নিজেদের মধ্যে সাঙ্কেতিক যোগাযোগের দ্বারা এবং দলের সবচেয়ে দুর্বল সদস্য ও বাচ্চাদের রক্ষা করতে বলয় তৈরি করে, যা তাদের সহজাত বুদ্ধি ও সামাজিক আচরণের প্রতিফলন। এদের দায়িত্বশীলতা ও সহজাত কর্তব্যবোধ শিক্ষণীয়।‌ বিপদের সময় তারা মাথা উঁচু করে এবং কান প্রসারিত করে চারপাশের শব্দ শোনার চেষ্টা করে। তবে একথা বলতেই হয় যে, ভূমিকম্প আগাম টের পাওয়ার ব্যাপারে সবচেয়ে পিছিয়ে রয়েছে মানুষ।

জয় কুনো ব্যাঙ।

আরও পড়ুন – উইক এন্ডে রোজগার দ্বিগুণ, অন্ধ্রপ্রদেশে কুমোররাও খুঁজে পেয়েছেন নতুন পথ

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ‘সরকারি বিজ্ঞাপন’! সতর্কবার্তা রাজ্য পুলিশের

হুবহু সরকারি বিজ্ঞাপনের মতো, আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নাম ছবি সব কিছু। কিন্তু পা দিলেই বিপদ! কি...

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...