বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি আইসিইউয়ে ভর্তি করানো হয়। সুদেষ্ণার অন্যতম পরিচালক বন্ধু অভিজিৎ গুহ (Avijit Guha) প্রথম এই খবর প্রকাশ্যে আনেন। খাবারের বিষক্রিয়ার জেরেই অসুস্থতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সুদেষ্ণা জানিয়েছেন, “আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম। সেখানে বাকিরা যা খেয়েছেন, আমিও তা-ই খেয়েছি। কোনও পার্টিতেও এ বছর যোগ দিইনি। যার থেকে অনেক সময়েই অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।” কিন্তু ২২ ডিসেম্বর ফেরার পর থেকেই তাঁর শারীরিক সমস্যা তৈরি হয়। তারপরই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন মোটামুটি স্থিতিশীল রয়েছেন পরিচালক। আরও দু একদিন পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

–
–

–

–

–

–

–

–


