Sunday, December 28, 2025

কেউ কিছু করতে পারবে না! বিজেপির ধর্ষকের আত্মবিশ্বাস কোথা থেকে, স্পষ্ট করল তৃণমূল

Date:

Share post:

নারী সম্মান তো দূরের কথা। ধর্ষণ শ্লীলতাহানির মতো ঘটনায় পুলিশ প্রশাসনকেও ভয় পায় না ধর্ষকরা। অবাক লাগলেও এটাই একাধিক বিজেপি শাসিত রাজ্যের বাস্তব চিত্র। আর সেই ধর্ষক যদি বিজেপির সঙ্গে কোনওভাবে যুক্ত থাকেন, তবে তাঁদের যে সত্যিই আইনের আওতায় আনা যাবে না, তা একপ্রকার নিশ্চিত বিজেপির ধর্ষকরা। সেই আত্মবিশ্বাসেই এবার মধ্যপ্রদেশে (Madhyapradesh) ধর্ষণ করে প্রকাশ্যে ভিডিও-তে হুমকি বিজেপির সামান্য কাউন্সিলরের স্বামীর (husband of councilor)। যেভাবে বিজেপি রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় ছাড় পেয়ে যাচ্ছেন ধর্ষকরা (rapist), তা থেকেই যে এই ধরনের নিকৃষ্ট কাজে ইন্ধন পাচ্ছে অপরাধীরা, স্পষ্ট করে দিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। সাতনা (Satna) জেলার রামপুর বাঘেলান নগর পুরসভার এক মহিলা কাউন্সিলরের স্বামীর একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, অভিযুক্ত অশোক সিং এক মহিলাকে ধর্ষণ (rape) করার পর বারবার ধর্ষণের হুমকি (threat) দিচ্ছেন। অভিযোগকারী মহিলা তার সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিলে অশোক সিং দাবি করেন, কেউ তার কিছু করতে পারবে না। তিনি আবার ছুরির ডগায় রেখে ধর্ষণ করবেন ওই মহিলাকে।

এরপরই পুলিশের দ্বারস্থ হন কাড়ির বাসিন্দা ওই মহিলা। তিনি দাবি করেন, বেশ কিছুদিন আগে ছুরির ডগায় রেখে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করে অশোক সিং। সেই ঘটনার ভিডিও করে। সম্প্রতি আবার ধর্ষণের চেষ্টা চালায়। সেই সঙ্গে আবারও ধর্ষণের হুমকি দিয়ে যায়। এরপর স্থানীয় পুলিশের দ্বারস্থ হন তিনি। তারা অভিযোগ গ্রহণ করেনি বলেই অভিযোগ নির্যাতিতার। স্থানীয় পুলিশের ভরসা না করে এবার তাই তিনি সাতনার পুলিশ সুপারের দফতরে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে অশোক সিংয়ের এই ভিডিওটি ভাইরাল করে দেন তিনি। চাপের মুখে অশোক সিংকে রবিবার গ্রেফতার করে রামপুর বাঘেলান পুলিশ। তবে পুলিশের দাবি, প্রাথমিকভাবে কোনও ধর্ষণের প্রমাণ মেলেনি।

আরও পড়ুন : SIR থেকে ডিটেনশন ক্যাম্পে! অনন্ত মহারাজ বিজেপি-বিরোধিতা করুন, দাবি তৃণমূলের

বাস্তবে এই ঘটনা আরও একবার বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা ও ধর্ষণের পরিমাণের প্রমাণ দিল। তারপরেও যেভাবে ধর্ষকরা বিজেপি শাসিত রাজ্যে মুক্তভাবে ঘুরে বেড়ায় তার উদাহরণ তুলে ধরে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট দাবি জানান, অদৃশ্য শক্তি ভারতীয় জনতা পার্টি আছে আমার সঙ্গে। তাই ‘আতঙ্ক’ সিনেমার ডায়লগ দেয় এরা। এদের কাছে মহিলারা নিরাপদ নয়। এরা আবার নারী নির্যাতনের বিরুদ্ধে নাটক করতে যায় এখানে। ধর্ষণ, নারী নির্যাতন করে পার পেয়ে যায় এরা। উন্নাও-তে জামিন পায়। বিলকিসের ঘটনায় যাবজ্জীবন সাজা প্রাপ্তদের জেলের গেট খুলে মালা পরিয়ে নিয়ে যায়। আর সেই আত্মবিশ্বাসী ধর্ষণকারী বলে – আমার কেউ কিছু করতে পারবে না।

spot_img

Related articles

বিজেপি-শাসিত ওড়িশায় ফের বাংলা বলায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক

আবার বাংলা বলার অপরাধে বিজেপি-শাসিত ওড়িশায় (BJP ruled Odisha) পরিযায়ী শ্রমিক নিগ্রহ। ভুবনেশ্বরে বাড়িতে হানা দিয়ে ঘুম থেকে...

সোম থেকে শুনানিকেন্দ্রের বাইরে তৃণমূলের সহায়তা শিবির: কীভাবে কাজ নির্দেশ অভিষেকের

একজন বৈধ ভোটারেরও যাতে ভোটাধিকার লঙ্ঘিত না হয়, তা নিয়ে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ থেকে সতর্ক করেছিলেন তৃণমূল...

SIR-এর শুনানি পর্বে কী কী দায়িত্ব BLA-টু-দের: ভার্চুয়াল সভায় নির্দেশ সুব্রতর

রাজ্যে এসআইআর পর্বে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ডাক পেয়েছেন শুনানির। মূলত তালিকায় নাম যাদের ওঠেনি তাঁরাই...

নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন: বিএলএ-দের নির্দেশ অভিষেকের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই বাংলার নির্বাচনে খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। একদিকে নাম না থাকা প্রায়...