প্রথমে অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা। এরপর শুনানির নামে বাংলার মানুষকে প্রতিনিয়ত হয়রান করে চলেছে বিজেপির (BJP) নির্দেশে চলা নির্বাচন কমিশন। ছাড় পাচ্ছেন না সিনিয়র সিটিজেনরাও। অসুস্থ শয্যাশায়ী বয়স্কদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে। আতঙ্কে অসহায় মুমূর্ষু থেকে বয়স্করা দীর্ঘক্ষন ধরে শুনানিতে গিয়ে লাইন দিচ্ছেন। এখানেই শেষ নয়, কখনও দেখা যাচ্ছে আশি বছরের বৃদ্ধাকে সিঁড়ি ভেঙ্গে দোতলায় উঠতে হচ্ছে আবার কখনও অ্যাম্বুলেন্সে করে শয্যাশায়ী বৃদ্ধ শুনানিতে আসতে বাধ্য হচ্ছেন। আর কত নিচে নামবে নির্বাচন কমিশন (ECI)? আর কতদিন চলবে এই ছেলেখেলা? উলুবেড়িয়া দুই ব্লক অফিসে চলা SIR শুনানির এক দৃশ্য পোস্ট করে তোপ দেগেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।


শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের হিয়ারিং প্রক্রিয়া। রবিবার উলুবেড়িয়ায় এক অসুস্থ বৃদ্ধর অ্যাম্বুল্যান্সে করে এসে শুনানিতে হাজিরা দেওয়ার ছবি পোস্ট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়েছে, SIR শুনানির নামে বাংলার মানুষের সঙ্গে ছেলেখেলা করছে নির্বাচন কমিশন? বৈধ ভোটাধিকার ধরে রাখতে এভাবেই বয়সের ভারে শয্যাশায়ী, মুমূর্ষু নাগরিকদের হাজিরার লাইনে দাঁড় করিয়েছে কমিশন। বয়স্ক মানুষকে অ্যাম্বুল্যান্সে করে এসে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে! এটা উলুবেড়িয়া ২ ব্লক অফিসে চলা SIR শুনানির দৃশ্য। ‘নরখাদক’ বিজেপি আর ‘দালাল’ কমিশন, এই দৃশ্যগুলো কি একটুও নাড়া দেয় না? মনে বাঙালি-বিদ্বেষ পুষে রাখলে স্বাভাবিক বোধ হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। এরা বাংলার মানুষকে শেষ না করে ছাড়বে না! আমরা সর্বশক্তি দিয়ে বাংলার মানুষের পাশে আছি। বিজেপি ও তার দালালদের এর চরমতম সাজা ভোগ করতেই হবে। বাংলার মানুষই সেটা দেবে, গণতান্ত্রিক ভাবেই দেবে!’

–
–

–

–

–

–

–

–


