এসআইআরের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন বাঁকুড়ার রানিবাঁধ এলাকার এক BLO হারাধন মণ্ডল। সুইসাইড নোটে স্পষ্ট জানিয়ে গেছেন চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ। নির্বাচন কমিশনের (Election Commission of India) এই তড়িঘড়ি, উদ্দেশ্যপ্রণোদিত এসআইআর প্রক্রিয়ায় একের পর এক বুথ লেভেল অফিসার ও সাধারণ মানুষের মৃত্যুতে প্রথম থেকেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনও তার ব্যতিক্রম হয়নি। রবিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিএলও মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি, বিজেপি ও নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ‘ইতিহাস সব দেখছে। বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলেও যাবে না।’

The death toll keeps mounting. Another BLO appointed and engaged by the @ECISVEEP has taken his own life under the inhuman pressure of a HURRIED, CHAOTIC and POLITICALLY-MOTIVATED SIR process.
Over 50 lives have already been lost to panic, anxiety, exhaustion and fear engineered…
— Abhishek Banerjee (@abhishekaitc) December 28, 2025
এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে একযোগে ভারতীয় জনতা পার্টি এবং তার নির্দেশে কাজ করে চলা কমিশনকে তুলোধোনা করেছেন অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশৃংখল ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসআইআরের (SIR) অমানবিক চাপ সহ্য করতে না পেরে আরও এক BLO চরম সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই আতঙ্ক, মানসিক চাপ, ক্লান্তি ও ভয়ের কারণে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে কাজ ধাপে ধাপে, পরিকল্পিত ভাবে হওয়া উচিত ছিল তা কার্যত ‘বুলডোজার’ চালিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’ তৃণমূল সাংসদের অভিযোগ, এক বিশেষ রাজনৈতিক দলের স্বার্থরক্ষায় এবং একজন ব্যক্তির রাজনৈতিক অঙ্ক মেলাতে কাজ করে চলেছে নির্বাচন কমিশন। তাই এভাবে নিরীহ মানুষের মৃত্যু বিজেপির কাছে কোল্যাটারাল ড্যামেজ ছাড়া আর কিছুই নয়। কিন্তু ইতিহাস সব দেখছে। সবশেষে, ‘বাংলা ক্ষমা করবে না, এবং ভুলেও যাবে না’ বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


–
–

–

–

–

–

–

–


