টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে ৩০ রানে জয় পেল হরমনপ্রীত ব্রিগেড। তার থেকেও বড় স্বস্তি স্মৃতি মান্ধানার রানে ফেরা।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২১ রান তোলে ভারত (Indian Women Team)। দুই ওপেনার স্মৃতি এবং শেফালি ১৬২ রান করেন। ৪৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন স্মৃতি। অন্যদিকে ৪৬ বলে ৭৯ রান করেন শেফালি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন রিচা ঘোষ। ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত।

জবাবে ব্যাট করতে নেবে শ্রীলঙ্কা শুরুটা ভালই করেছিল, কিন্তু ৫৯ রানে তাদের ওপেনিং জুটির পতন হয়। শ্রীলংকার ব্যাটসম্যানদের মধ্যে চামারি একমাত্র ৩৭ বলে ৫২ রান করেন। দ্রুতগতিতে রান তুললেও ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯১ রানের বেশি করতে পারল না শ্রীলঙ্কা।
ভারতের হয়ে অরুন্ধতীর রেড্ডি ,বৈষ্ণবী শর্মা দুটি করে উইকেট নেন। শ্রীচরণী একটি উইকেট নেন। সিরিজ জয় আগে নিশ্চিত হয়ে গেছিল। হোয়াইটওয়াশের দিকে আরও একটা এগিয়ে গেল ভারত। ৪-০ ফলে এগিয়ে আছে ভারত। শেষ ম্যাচে জিততে পারলে হোয়াইটওয়াস করতে পারবে ভারত। সেইসঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই করল ভারতীয় মহিলা দল।

–

–

–

–

–



