এসআইআর শুনানি সংক্রান্ত একাধিক দাবিতে সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই সময় জানানো হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে সদুত্তর না মিললে মঙ্গলবার ফের সিইও দফতরে আসবেন দলের প্রতিনিধিরা। সেই অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে তুলে ধরেন প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক জানান, সোমবার দলের তরফে যে দাবিগুলি তোলা হয়েছিল, তার কিছু উত্তর মিলেছে। কমিশন ৮৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানির নির্দেশিকা জারি করেছে, যা ইতিবাচক পদক্ষেপ। তবে অসুস্থ বা শয্যাশায়ী ভোটারদের কেন সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

তৃণমূলের পক্ষ থেকে উদাহরণ দিয়ে বলা হয়, অসুস্থ থাকা সত্ত্বেও কবি জয় গোস্বামীকে কেন শুনানি কেন্দ্রে যেতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, অসুস্থ ভোটারদের ক্ষেত্রেও বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা রয়েছে। তবে সেই নির্দেশ যাতে এআরও ও বিএলও স্তরে স্পষ্টভাবে পৌঁছয়, সে বিষয়টি নিশ্চিত করার দাবি জানায় তৃণমূল। দলের বক্তব্য, অসুস্থতার কারণে যাঁরা শুনানি কেন্দ্রে যেতে পারবেন না, তাঁরা স্থানীয় বিএলও-কে জানালেই বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করতে হবে।
এ ছাড়াও ভোটার তালিকায় এক কোটি ৩৬ লক্ষ নামের অসঙ্গতি সংক্রান্ত তালিকা চাওয়া হয়েছিল। কমিশনের তরফে জানানো হয়, ওই তালিকা ইতিমধ্যেই এআরও ও বিএলও স্তরে পৌঁছে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, এতে তাদের তোলা প্রশ্নগুলির ন্যায্যতা প্রমাণিত হয়েছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ দাবি ছিল, যাঁরা কর্মসূত্রে বা পড়াশোনার কারণে রাজ্য বা দেশের বাইরে রয়েছেন, তাঁদের জন্য ভার্চুয়াল হিয়ারিংয়ের ব্যবস্থা করা হোক। এই দাবিগুলি নিয়েই বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে ফের আলোচনা করবে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেবেন।

একই সঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, বহু মানুষ গত ৫০ বছর ধরে বসবাস করলেও প্রয়োজনীয় ১১টি নথির কোনওটিই তাঁদের কাছে নেই। এই ধরনের ক্ষেত্রে স্থানীয় স্তরে অনুসন্ধানের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিনের প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, পুলক রায় এবং সাংসদ পার্থ ভৌমিক ও বাপি হালদার।

আরও পড়ুন- বেঙ্গল সুপার লিগ: ঘরের মাঠে সুন্দরবনকে হারাল নর্থবেঙ্গল, কোপা টাইগার্সের ড্র

_

_

_
_


