জগন্নাথ মন্দির হওয়ার পর থেকেই পর্যটকদের ঢল নামছে দিঘায়। নতুন বছরের প্রথম দিনেও যার ব্যতিক্রম হল না। শুধু সমুদ্র নয়, রাজ্য সরকারের নির্মিত জগন্নাথ মন্দির দিঘায়(Digha Jaggannath Temple )এখন প্রধান গন্তব্য। বছরের প্রথম দিনেই এক লক্ষের গণ্ডি পার করল জগন্নাথ মন্দিরের দর্শনার্থীর সংখ্যা।

বুধবার রাত থেকেই ওল্ড এবং নিউ দিঘায় ছিল উৎসবের মেজাজ। রাত বারোটায় গান-বাজনা আর রঙিন আতসবাজিতে নতুন বছরকে স্বাগত জানান হাজার হাজার মানুষ। নতুন প্রথম দিনের ভোরেই দশর্নাথীদের ঢল নামল জগন্নাথ ধামে(Jaggannath Temple)। ঠিক ভোর পাঁচটা থেকেই মন্দিরের সামনে মানুষের লম্বা লাইন। কেউ সমুদ্রের তীরে বছরের প্রথম সূর্যোদয় দেখে সরাসরি মন্দিরে ছুটেছেন, আবার কেউ সাতসকালেই লাইনে দাঁড়িয়েছেন জগন্নাথ- বলরাম – সুভদ্রার দর্শন পেতে।


উদ্বোধনের মাত্র আট মাসেই দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা এই জগন্নাথ ধাম এতটা জনপ্রিয়তা পাবে, তা হয়তো মন্দির কমিটিও ভাবেনি। মন্দির কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল চারটে মধ্যেই ১ জানুয়ারিতে ১ লক্ষ মানুষ পুজো দিয়েছেন। বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে ২৫ হাজারেরও বেশি মানুষ এখানে ঘুরে গিয়েছেন।
দিঘার হোটেলে খাওয়ার বদলে এখন মানুষের বেশি ঝোঁক মন্দিরের অন্নপ্রসাদে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা মন্দির ট্রাস্টের সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, শুধু দেব দর্শন নয়, খিচুড়ি থেকে শুরু করে পঞ্চব্যঞ্জন— মহাপ্রভুর অন্নপ্রসাদ পেতেই বেশি আগ্রহী সকলে। গত এক মাস ধরেই এখানে সারাদিন ধরে টিফিন ও অন্নভোগের ব্যবস্থা থাকছে, যা পর্যটকদের জন্য এক বাড়তি পাওনা। উল্লেখ্য উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত প্রায় ১ কোটি মানুষ মন্দিরে প্রবেশ করেছে।


মন্দির হওয়ায় দিঘার পর্যটনের প্রসার হয়েছে, চাঙ্গা হচ্ছে অর্থনীতিও। যার সুফল ঘরে তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা।

–

–

–

–



