বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) কথা মাথায় রেখে বিরোধীদের চাঁচাছোলা আক্রমণের পথে নেমেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ভোকাল টনিক দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিচ্ছেন তিনি। ‘যতই করো হামলা আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে রাজ্যের এক জেলা থেকে আরেক জেলায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) । শুরুটা হয়েছে বছরের দ্বিতীয় দিন থেকেই, শুক্রবার বারুইপুরে সভা করার পর শনিবার তিনি পৌঁছে যাবেন আলিপুরদুয়ারে। কথা বলবেন ৬১ চা-বাগানের শ্রমিকদের সঙ্গে।


দক্ষিনে রাজনৈতিক কর্মসূচি শুরু করে এবার সোজা উত্তরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মেগা সভা। গতবারের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভার কথা মাথায় রেখে রাজ্যের শাসক দলের তরফ থেকে এবারে যে উত্তরবঙ্গকে টার্গেট করা হবে তা বেশ বোঝা যাচ্ছে। সাম্প্রতিককালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিকবার উত্তরবঙ্গ সফরে গেছেন। এবার যাচ্ছেন অভিষেক।আলিপুরদুয়ারে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি চা বাগানে শ্রমিকদের সঙ্গে নিয়েই জনসভা করবেন। শুক্রবার প্রস্তুতি খতিয়ে দেখেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গেছে শনিবার দুপুরে ১টা নাগাদ আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝেরডাবরি চা-বাগানের মাঠে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন সাংসদ। এদিনের সভায় জেলার ৬১টি চা-বাগানের শ্রমিকরা উপস্থিত থাকবেন। তাঁরা মঞ্চের একেবারে সামনে একটি গ্যালারিতে বসবেন। সেই গ্যালারির কাছে পৌঁছে যেতে তৈরি করা হয়েছে র্যাম্প। সেখান থেকে সরাসরি অভিষেক শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। বারুইপুরে কেন্দ্রীয় এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করার পর আলিপুরদুয়ারের সভা থেকে তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে দলীয় নেতা কর্মীরা।

–
–

–

–

–

–

–

–


