Wednesday, January 7, 2026

আবার জাঁকিয়ে শীত: সোমবার থেকে নতুন করে পারদ পতনের পূর্বাভাস

Date:

Share post:

বছরের শুরুতে তাপমাত্রার পতন কিছুটা কম ছিল। তবে মকর সংক্রান্তি এগিয়ে আসতেই ফের শীতের কামড়। এক ধাপে তিন চার ধাপ নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature)। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও আদতে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর নিচে নামার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে কুয়াশার (fog) দাপটে দৃশ্যমানতা কমবে বলেও পূর্বাভাস।

রবিবার যেখানে সর্বনিম্ন (minimum temperature) তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে ১৫.৩ ডিগ্রিতে পৌঁছেছিল, তা সোমবার একধাপে কমে ১২-তে পৌঁছাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সর্বনিম্ন তাপমাত্রার পতনের সঙ্গে তাল মিলিয়েই কমছে সর্বোচ্চ তাপমাত্রা। সেই তাপমাত্রাও আগামী তিন-চার দিন ১৯ ডিগ্রির কাছে থাকবে।

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই সর্বনিম্ন ১০-এর নিচে নেমেছে। গত বছর নতুন বছরের শুরুতে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে ছিল, সেখানে এবছর প্রবল শীতের দাপট সেখানেও। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। বীরভূমের শ্রীনিকেতনেও সর্বনিম্ন তাপমাত্রা নামবে সোমবার ৯ ডিগ্রিতে।

মধ্যভারতের উপর কুয়াশার (fog) প্রবল সতর্কতা জারি হয়েছে। তারই প্রভাব বাংলাতেও পড়ছে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমেছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে প্রায় এক সপ্তাহ কুয়াশার কবলে পড়তে চলেছে।

আরও পড়ুন : উত্তর থেকে দক্ষিণ, রবিবাসরীয় সকালে রাজ্যে নিম্নমুখী তাপমাত্রা

উত্তরের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ কিছুটা আর্দ্র (humidity) আবহাওয়া থাকার পূর্বাভাস। বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিরও পূর্বাভাস (rain forecast) রয়েছে। সেই সঙ্গে দুই-তিন ডিগ্রি তাপমাত্রার পতনের পূর্বাভাসও রয়েছে।

spot_img

Related articles

SIR নিয়ে দুই সুর শমীক-দিলীপের

যতই অমিত শাহ এসে একসঙ্গে বৈঠক করে বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'ভাব' করিয়ে...

বাংলাজুড়ে অশান্তি বাধানোর চেষ্টা মালব্যর! আসল ঘটনা ফাঁস পুলিশের

রাজ্যে ফের সাম্প্রদায়িক বিষ ছড়ানোর ব্লু-প্রিন্ট? শান্তিপুরের একটি ব্যক্তিগত বিবাদের ঘটনাকে কেন্দ্র করে ঠিক এই ছকেই বাংলাজুড়ে অশান্তি...

বাসযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

বিভিন্ন প্রান্তে যাত্রীবোঝাই বাসে অগ্নিকাণ্ডের একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাসযাত্রীদের নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ও বিস্তৃত নির্দেশিকা জারি...

প্রভাব নেই মৌসমের দলবদলের: মালদহের বৈঠকে প্রচারের দিশা দিলেন অভিষেক

সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে নির্বাচনের প্রস্তুতি সারছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...