Friday, January 9, 2026

অভিষেকের ‘দাওয়াই’-তেই কাজ! ব়্যাম্পের ৩ ‘ভূতে’র রিপোর্ট প্রকাশ কমিশনের

Date:

Share post:

তিন ‘মৃত ভোটার’কে মঞ্চে তুলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। সেই ঘটনার পরেই রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের কাছে জমা পড়েছে সেই রিপোর্ট। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে দু’জনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার। সেই অনুযায়ী রিপোর্ট পাঠিয়েছেন সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার। তৃতীয় জনের ক্ষেত্রে বিষয়টিকে হিউম্যান হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির নাম সংশ্লিষ্ট বুথে তৈরি হওয়া বাদের তালিকায় ছিল না। কিন্তু পরে ওয়েবসাইটে তাঁদের নাম বাদের তালিকায় দেখা যায়। বিষয়টি নজরে আসার পরেই সংশ্লিষ্ট বিএলও দু’জনের বাড়িতে যান। সেখানে ফর্ম–৬ পূরণ করিয়ে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা হয়েছে। যদিও কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার অনেক আগেই মনিরুল এবং হরেকৃষ্ণের ফর্ম–৬ জমা পড়ে গিয়েছিল। অর্থাৎ সভার আগে থেকেই সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন: পুত্রসন্তানের জন্মে সোনালিকে শুভেচ্ছা, ফুল-মিষ্টি পাঠাবেন মুখ্যমন্ত্রী

তিন জন ‘মৃত ভোটার’ হিসেবে যাঁদের নাম উঠে আসে, তাঁরা হলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। মনিরুল ও হরেকৃষ্ণের বাড়ি মেটিয়াবুরুজে, আর মায়া দাসের বাড়ি কাকদ্বীপে। কমিশন সূত্রের দাবি, এই ঘটনার পর সংশ্লিষ্ট নথিপত্র ও প্রক্রিয়া খতিয়ে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...