Saturday, January 10, 2026

ইটাহারের পর রণসংকল্প যাত্রায় আজ মালদহে জনসভা অভিষেকের

Date:

Share post:

ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে বিধানসভা ভোটের (West Bengal assembly election) প্রস্তুতি সারছেন তিনি। বুধবার ইটাহারে রেকর্ড ভিড়ের মাঝে রোড শো (Road Show) করার পর সেখান থেকে মালদহে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিতে সেখানেই জনসভা হতে চলেছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে এবং আগামী নির্বাচনে এই জেলায় কত আসন জিততে হবে তার টার্গেট ঠিক করে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে জেলার পরিযায়ী কর্মীদের উদ্দেশ্যে অভিষেক কী বার্তা দেন সেদিকে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের।

বুধবার উত্তর দিনাজপুর থেকে মালদহে পৌঁছে তৃণমূলের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি, সমর মুখোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা সভাপতি চৈতালি সরকার, যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা পরিষদ সভাধিপতি লিপিকা দাস প্রমুখ। সূত্রের খবর সেই বৈঠক থেকেই সকলকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক। পাশাপাশি মৌসম বেনজির নূরের কংগ্রেসে ফিরে যাওয়া যে তৃণমূলে কোনও প্রভাব ফেলবে না তাও স্পষ্ট করেছেন রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর আজকের সভায় রেকর্ড ভিড় হওয়ার আশা করছে জেলা তৃণমূল নেতৃত্ব। ‘আবার জিতবে বাংলা কর্মসূচি’কে সামনে রেখে এদিন অভিষেকের কথা শুনতে ও নির্বাচনের আগে তাঁর দিকনির্দেশনা জানতে মুখিয়ে রয়েছেন ঘাসফুলের কর্মী সমর্থকরা।মালদহের সভাতে ‘আবার জিতবে বাংলা’র জায়গায় লেখা হয়েছে ‘আবার জিতবে পরিযায়ী শ্রমিক’। এদিন জনসভা চলাকালীন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন অভিষেক। তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজনও সারবেন তিনি।

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...