Saturday, January 10, 2026

দলের তথ্যপ্রযুক্তি নথি হাতাতে ইডি হানা: বিকাল থেকেই ব্লকে ব্লকে প্রতিবাদে তৃণমূল

Date:

Share post:

একের পরে এক বাংলার উপর রাজনৈতিক লড়াইয়ের বাইরে গিয়ে আঘাত। প্রথমে বঞ্চনা, পরে বাঙালি দেখলেই অত্যাচার। সব শেষে এসআইআর করে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। দিল্লির স্বৈরাচারী বিজেপির সব পন্থা যখন ফেল করল, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (central agency) দিয়ে দলের তথ্য প্রযুক্তি সংস্থার হাতে থাকা নথি হাতিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টা। একের পরে এক মোদি-শাহর সব স্বৈরাচারী পন্থা এবার মাত্রা ছাড়িয়েছে। বৃহস্পতিবার আইপ্যাক (IPac office) দফতরে ইডি-র হানার পরই রাজ্য জুড়ে প্রতিবাদে তৃণমূল নেতা কর্মীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে বৃহস্পতিবার বিকাল ৪টে থেকে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবেন নেতা-কর্মীরা।

নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল নেতা কর্মীরা দলের জনসংযোগ থেকে কর্মসূচি নিয়ে পরিকল্পনা ও পথ নির্বাচন করছেন। সেই সময়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার দফতরে হানায় সম্পূর্ণ প্রকাশ্যে বিজেপির উদ্দেশ্য। তৃণমূল নেত্রী দাবি করেন রাজনৈতিকভাবে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে বারবার বিজেপি, বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রী কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলিকে এগিয়ে দেয়। এটা তাদের স্বভাব। তবে বারবার তৃণমূল এই পদ্ধতি বরদাস্ত করবে না।

২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্রমশ বাংলায় জমি হারাচ্ছে। প্রথমে বাংলাকে বঞ্চিত করে বাংলা দখলের বিজেপি চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা ও বাংলাদেশে পাঠিয়ে দিয়েও বাংলার মানুষের সমর্থন পায়নি বিজেপি। এরপর এসআইআর (SIR) করে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে গিয়ে বাংলার মানুষের কাছে বিজেপির মুখোশ খুলে গিয়েছে। শেষ পর্যন্ত তৃণমূলের নির্বাচনী পন্থা সংক্রান্ত নথি হাতিয়ে ভোটে জেতার জঘন্য খেলায় বিজেপি।

আরও পড়ুন : SIR থেকে প্রার্থী তালিকা – হাতাতেই আইটি অফিসে ইডি হানা, তোপ মমতার

তবে এবার আর তৃণমূল মুখ বুজে সব সহ্য করবে না। বিজেপির সামনে মাথা নত করবে না, স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নির্দেশ দেন বৃহস্পতিবার বিকাল থেকেই ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে নেতা কর্মীরা। প্রয়োজনে তৃণমূলের এই কর্মসূচি আরও দীর্ধ হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...