আদতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ও নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া যে বিজেপি বাংলায় ভোটার খুঁজে পাবে না, স্পষ্ট হয়ে গেল বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের (Samik Bhattacharya) কথায়। মে মাস পর্যন্ত ইডি-র রেড (ED raid) না হলেও বিজেপি জিতবে বাংলায়, জলপাইগুলির ডাবগ্রাম-ফুলবাড়ির জনসভা থেকে দাবি করলেন শমিক। বিজেপি জিতবে দাবি করলেও যে তল্লাশি অভিযান নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সেই চ্যালেঞ্জ করার পরেও কেন্দ্রের সরকার বা নিজের দিল্লির নেতাদের কাছে তল্লাশি বন্ধের কোনও আবেদনই কিন্তু তিনি জানাননি। ফলে বাংলায় ভোটের ময়দানে সমর্থন খুঁজতে বেরোনো রাজ্য সভাপতির (state president) কথাতেই স্পষ্ট মে মাস পর্যন্ত বাংলায় ইডি-র (ED) তল্লাশি জারি থাকবে।

শমিক ভট্টাচার্য ডাবগ্রামের মঞ্চ থেকে বার্তা দেন তল্লাশির পাশাপাশি এসআইআর প্রক্রিয়াও বন্ধ রাখা যাবে মে মাস পর্যন্ত। এমনকি পুরোনো ভোটার তালিকা (voter list) নিয়ে ভোট করারও চ্যালেঞ্জ করেন শমিক ভট্টাচার্য। সেখানেও একইভাবে স্পষ্ট হয়ে গিয়েছে নির্বাচন আসা পর্যন্ত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একইভাবে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে ভোট চালানোর প্রক্রিয়াই চালিয়ে যাবেন কেন্দ্রের বিজেপি নেতারা। আর বাংলায় দাঁড়িয়ে ভোটের মুখে চ্যালেঞ্জ জানালেও আদৌ যে এই সব প্রক্রিয়ায় বাংলার মানুষের স্বার্থে কেন্দ্রের বিজেপিকে কোনও অনুরোধই বঙ্গ বিজেপি করবে না, তাও স্পষ্ট শমিকের কথায়।

আর বিজেপি যে বাংলার মানুষের স্বার্থে কোনওদিন কথা বলে না তার প্রমাণ উত্তরবঙ্গের মানুষ খুব ভালো টের পেয়েছেন কোচবিহার বিমান বন্দর নিয়ে। ১২ বছর ধরে বিজেপির জমানায় আজও পূর্ণমাত্রায় সক্রিয় হতে পারল না কোচবিহার বিমানবন্দর। চালু হয়েও ২০২৬-এর শুরু থেকে সেই বিমান বন্দর বন্ধ হয়ে যাওয়ার মুখে। শনিবার সেই বিমান বন্দর পরিদর্শনে গিয়ে শমিক আবার দাবি করেন, পরিষেবা চালু করার ব্যাপারে তৎপর তাঁরা। সেখানে কোনও রাজনৈতিক বিরোধিতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
আরও পড়ুন : সব ফাইল নেওয়ার অধিকার কে দিল: বিজেপির ‘ভগবান’ ইডি-কে প্রশ্ন সিবলের

অথচ কেন্দ্রের সরকারের সঙ্গে চুক্তিগত সমস্যায় বছরের শুরু থেকে কোচবিহার বিমানবন্দরে (Coochbihar airport) পরিষেবা বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়া ওয়ান বিমান সংস্থা। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু পরিচালনা সমস্যা দেখিয়ে ৩১ জানুয়ারি থেকে তারা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির কোনও প্রতিশ্রুতির কতটা দাম হাড়ে হাড়ে টের পাচ্ছে কোচবিহার তথা উত্তরবঙ্গের মানুষ।

–

–

–

–

–


