জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস (USA Congress) তাঁর এই অনৈতিক কাজের বিপক্ষে রায় দিয়েছে। তবে তাতে নিজের ঔদ্ধত্য কমানোর কোনও ইঙ্গিত দেননি ট্রাম্প (Donald Trump)। এবার নিজের ট্রুথ হ্যান্ডেলে নিজেকে ভেনেজুয়েলার (Venezuela) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি (acting president) ঘোষণা করে দিলেন ট্রাম্প।

মার্কিন কংগ্রেস ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরোধিতায় রায় দিয়েছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার দেশগুলির উপর আগ্রাসী নীতি জারি রেখেছেন, সেই সঙ্গে গ্রীনল্যান্ড নিয়ে মন্তব্যে গোটা ইউরোপকে খেপিয়ে তুলেছেন, তাতে প্রমাদ গুণছে আমেরিকা। ফলে নিজের দেশের কংগ্রেসেই নিন্দিত তিনি।

তাতে যে কুছ পরোয়া নেহি মনোভাব ট্রাম্পের, স্পষ্ট হয়ে গেল তাঁর ট্রুথ হ্যান্ডেলের প্রোফাইলে। ট্রুথ হ্যান্ডেলে (Truth handle)প্রোফাইলে ট্রাম্প নিজের সম্পর্কে এতদিন শুধুই নিজেকে আমেরিকার দুবারের রাষ্ট্রপতি হিসাবে জানিয়েছিলেন। এবার তার সঙ্গে যোগ করলেন, ২০২৬ জানুয়ারি থেকে ভেনেজুয়েলার (Venezuela) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি (acting President) হিসাবে। আবার সেই প্রোফাইলের (profile) ছবি তুলে শেয়ার করলেন নিজের ট্রুথ পেজে।
আরও পড়ুন : ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

ইতিমধ্যে প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার বন্দি ফার্স্ট লেডি সিলিয়া আডেলা মাদুরোকে নিয়ে। তাঁকেও অপহরণ করে তুলে নিয়ে গিয়েছিল আমেরিকা। এই পরিস্থিতিতে নিকোলাস মাদুরোর (Nocilas Maduro) বিচার প্রক্রিয়া চলছে। কিন্তু ফার্স্ট লেডির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে কেন তাঁকে এখনও বন্দি রেখেছে আমেরিকা। প্রশ্নের এখনও কোনও উত্তর দেননি ট্রাম্প।

–

–

–

–

–


