বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে ধাক্কা মারে বি আর আম্বেদকর মূর্তির (B R Ambedkar statue) রেলিংয়ে। ঘটনায় গুরুতর আহত লরির চালক। লরিটিকে আটক করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বেশি গতিতেই রেড রোডে চলছিল মালবোঝাই লরিটি (goods truck)। আচমকা তার উল্টোদিকে একটি বাস চলে আসে। বাসটিকে বাঁচাতে ক্রমশ আম্বেদকর মূর্তির (B R Ambedkar statue) দিকে চলে যায়। কোনওক্রমে রক্ষা পায় আম্বেদকর মূর্তি। লরিটি ধাক্কা মারে আম্বেদকর মূর্তির রেলিংয়ে।

আরও পড়ুন : সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা
এমন অবস্থা হয় লরিটির যে চালককে রেলিং কেটে বের করতে হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তাঁর অবস্থা সংকটমুক্ত বলে জানা গিয়েছে। তবে রেড রোডে এত জোরে লরি চলা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছে লরিটি দুটি বাসের মুখোমুখি পড়ে যায়। তার মধ্যে একটি গঙ্গাসাগরের যাত্রীবোঝাই ছিল। ফলে তাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে ওভারটেক (overtake) সমস্যা নিয়েও প্রশ্ন উঠেছে।

–

–

–

–

–

–


