হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে যায়। ঘটনার জেরে ঝলসে মৃত্যু হয়েছে বছর সাতেকের এক নাবালকের। এছাড়া কমপক্ষে আটজন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার গভীর রাতে আর্কির পুরোনো বাস স্ট্যান্ড সংলগ্ন ইউকো ব্যাঙ্কের কাঠের বাড়িতে আগুন লেগেছিল। আশপাশের বাড়িতে বেশ কয়েকটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে ৭ থেকে ৮টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। শিমলার বালুগঞ্জ, সোলানের বনলাগি ও অম্বুজা সিমেন্ট কোম্পানির দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পুলিশ, দমকল বাহিনী, NDRF ও SDRF একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে দু’টি আর্থমুভার (JCB) ব্যবহার করা হচ্ছে। আরও পড়ুন: প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

সোলানের ডেপুটি কমিশনার মনমোহন শর্মা জানিয়েছেন, উদ্ধারকাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোক প্রকাশ করেছেন এবং আটকা পড়া মানুষদের দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে কাঠের বাড়ি থেকে আগুন ছড়িয়েছে।
–

–

–

–

–

–

–


