অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন করেছে এক সংখ্যালঘু যুবককে। ঘটনাটি ঘটেছে ফেনির দাগনভুইঞা। মৃত যুবকের নাম সমীর কুমার দাস(২৮)। সমীর পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এই নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু খুনের সংখ্যা গত একমাসে বেড়ে দাঁড়ালো ৮-এ।

সোমবার ফেনির দাগনভুইঞার বাসিন্দা সমীর কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। ফেনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। শুরুতে দুষ্কৃতীরা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন সমীর। এরপরই তাঁকে পিটিয়ে খুন করে অটোরিকশাটি নিয়ে পালায় দুষ্কৃতীরা। পরে স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে উদ্ধার হয় সমীরের রক্তাক্ত মৃতদেহ। আরও পড়ুন: বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর

যদিও ইউনুসের পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে দাগনভুইঞা থানার ওসি মহম্মদ ফয়জুল আজিম জানিয়েছেন, ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শনাক্তকরণ চলছে। তবে গত বছরের শেষের দিকে মৌলবাদীদের হাতে নৃশংসভাবে মৃত্যু হয়েছে দিপু দাসের। কিন্তু তারপরেও সরকার মৌলবাদী আক্রমণ ঠেকাতে সক্রিয় ভূমিকা নেয়নি। ক্রমাগত বেড়েই চলেছে সংখ্যালঘুদের উপর আক্রমণের মত ঘটনা।
–

–

–

–

–

–

–


