২০২৫ সালটা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জীবনে চির স্মরণীয় হয়ে থেকে যাবে। তিনি হয়তো চাইলেও কোনদিন এই বছরটাকে ভুলতে পারবেন না। গত নভেম্বরের ২ তারিখে বিশ্বকাপ জয়ের পর মনে হয়েছিল ১৪০ কোটি ভারতবাসীর মতো ‘বাইশ গজের রানি’ এই বছরটাকে বিশেষভাবে মনের মনিকোঠায় সেভ করে রাখবেন। কিন্তু ২৩ নভেম্বরের পর থেকে গোটা ছবিটা যেন বদলে যেতে শুরু করে। প্রেমের বসন্তে এক পলাশের কাঁটা বদলে দিয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের জীবন। কিন্তু তিনি লড়তে জানেন। তাই এক ম্যাচে মাথা নিচু করে ফিরতে হলে, পরের ম্যাচে স্টেপ আউট করে আকাশচুম্বি বল পাঠান বাউন্ডারির বাইরে। ব্যক্তিগত জীবনেও যন্ত্রণা থেকে সমালোচনাকে কভার ড্রাইভ মেরে ২০২৬ এর শুরু থেকে সোশ্যাল মিডিয়ার ফ্যাশন শিরোনামে ফের ক্রিকেটের গ্ল্যামার কুইন (glamour queen of Indian cricket)।


দীর্ঘদিনের বন্ধু প্রেমিকের বিয়ের দিনে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় ছিলেন না স্মৃতি। সাময়িক বিরতির পর যখন একটি সাক্ষাৎকারে আত্মপ্রকাশ করেন তখন জানিয়েছিলেন ক্রিকেটই তাঁর ধ্যান-জ্ঞান- জীবন। দেশে জার্সির পর এবার আরসিবি অধিনায়কের পোশাকে নিজের ‘কুল’ ইমেজ নিয়ে ডাবলুপিএল শুরু করেছেন মান্ধানা।

ইনস্টা পাতায় তাঁর একের পর এক ফ্যাশনিস্তা ছবি পোস্টে বুঁদ নেটপাড়া। নতুন বছরের শুরু থেকে দারুন ফর্মে রয়েছেন স্মৃতি। ১৮ নম্বর জার্সির মালকিন বুঝিয়ে দিয়েছেন, কোন ঘটনাই তাঁকে দমিয়ে রাখতে পারেনা। নিজের মেজাজে ব্যাট চালাবেন তিনি। তাতে কখনও কুপোকাত হবেন বিপক্ষের বোলাররা, কখনও মুখ লুকোতে হবে সমালোচকদের। ইনস্টাগ্রামে একের পর এক গ্ল্যামারাস অবতারে স্মৃতির ছবি বুঝিয়ে দিচ্ছে, কেন তিনি সুপারস্টার।



চলতি বছরেই ইংল্যান্ড এবং ওয়েলসে রয়েছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। এখনও এই ট্রফিজয়ের স্বাদ পায়নি উইমেন ইন ব্লু। WPL এর মাধ্যমে আপাতত নিজেকে প্রস্তুতিতে ডুবিয়ে রেখেছেন ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার। বিয়ে ভাঙার যন্ত্রণা সামলে মাঠে নেমে প্রথম সিরিজেই বিশ্বরেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করে বিশ্বরেকর্ড করেছেন। মাঠেই বুঝিয়েছেন রানের খিদে কমেনি, তবে সমালোচকদের এক হাত নেওয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় কটু মন্তব্য করার পথেও হাঁটেন নি তিনি। কারণ স্মৃতি মান্ধানা জানেন, ব্যাটেই আছে সব জবাব। তাই মাঠের পিচ থেকে ইনস্টা পিকচার – সবেতেই শীর্ষে ভারতের স্মৃতি।

–

–

–

–

–

–



