বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে ফুটে উঠেছে। আদতে যে বিজেপির ওয়াশিং মেশিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারা নিজেদের সাদা প্রমাণ করে দেন, সেখানে কটুভাষীদের (bad mouth) যে কোনও শাস্তি হতে পারে না সে তো স্বাভাবিক। সেভাবেই এবার বিজেপির বনগাঁ দক্ষিণ (Bangaon South) বিধানসভার বিধায়কের প্রকাশ্য কুকথার পরেও কোনও ব্যবস্থা নিল না বঙ্গ বিজেপি (Bengal BJP)। উল্টে তাঁর হয়েই সাফাই গাইলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumder) একটি মঞ্চে বক্তৃতা রাখতে রাখতে এক যুবকের প্রতি অশ্লীল শব্দ প্রয়োগ করছেন। ওই যুবক তাঁকে ভয় পান না – বলে দাবি করলে কার্যত ক্ষেপে উঠেন স্বপন। তখনই এই অশ্লীল শব্দ প্রয়োগ। তৃণমূলের তরফে সেই ছবি তুলে ধরে দাবি করা হয়, এটাই বিজেপির আসল পরিচয়।

সেই সঙ্গে তৃণমূলের তরফে মনে করিয়ে দেওয়া হয়, এই স্বপন মজুমদারই (Swapan Majumder) ২০১৭ সালে অসমে মাদক পাচারের (drug trafficking) অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। ট্রেনে সফরের সময় তাঁর কাছ থেকে প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছিল।
আরও পড়ুন : অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

তবে যে দলের নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা মহিলাদের প্রতি, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি অশ্লীল শব্দ প্রয়োগ করেও ছাড় পেয়ে যান, তাঁদের বিধায়কের প্রতি যে সেই দল কোনও পদক্ষেপ নেবে না, সেটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, কু শব্দ প্রয়োগ বিজেপির সংস্কৃতি নয়। যিনি প্রয়োগ করেছেন সেটা তার দায়িত্ব। তবে যারা ওখানে ভয় পাই না – বলছিল, তাদের সব নাম খাতায় তোলা থাকল। নির্বাচনের পর দেখা যাবে।

Behold @BJP4India‘s MLA from Bangaon Dakshin, Swapan Majumdar, caught on camera using the most abusive, vile, uncouth profanities, hurling expletives that target a man’s mother in the filthiest manner imaginable.
This is BJP’s pedigree. A foul-mouthed, loathsome individual who… pic.twitter.com/EzWd2bHKjd
— All India Trinamool Congress (@AITCofficial) January 13, 2026
–

–

–

–



