আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু খুঁজে না পেয়ে এক কাল্পনিক হামলার অভিযোগ করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় (Chandrakona) দলের হয়ে জনসমর্থন কুড়ানোর চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আর সেখানে মিছিল শেষে সবাই দাঁড়িয়ে কার্যত শুভেন্দুকে বোঝাতে হয় বিরোধী দলনেতার (LoP) গুরুত্ব আসলে কতটা।

মঙ্গলবার চন্দ্রকোণায় নির্বিঘ্নে মিছিল এবং সভা করেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই তিনি হুংকার দেন, গোটা রাস্তায় কোনও তৃণমূলের পতাকাধারীকে দেখতে পাওয়া যায়নি। এমনকি রাস্তায় সিভিক ভলেন্টিয়ার বা পুলিশও ছিল না। এটাই জনতার গাঁতন।

আরও পড়ুন : শালীনতা বিসর্জন! বিরোধী দলনেতাকে কড়া আক্রমণ কুণালের
আদতে যে ঘটনাকে ঘিরে বিরোধী দলনেতা এত আস্ফালন করছেন সেই গোটা ঘটনাটাই যে কাল্পনিক তা আরও একবার স্পষ্ট করে দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, যে অভিযোগ বিরোধী দলনেতা করছেন তা কাল্পনিক ও ভিত্তিহীন। কোনও হামলা কেউ করেনি। তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়েছিল। বিজেপি নেতারা (BJP leaders) অতি উৎসাহে এগিয়ে গিয়েছিল গাড়ির দিকে। এখন কেন্দ্রীয় বাহিনী , বিরোধী দলনেতার (LoP) দেহরক্ষীরা (security) তাঁদের চিনতে পারেনি। আলো আঁধারিতে বুঝতে পারেনি ফেলে পিটিয়েছে। বিজেপির অতি উৎসাহী কর্মীদের মেরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, তখন তার থেকে নজর ঘোরাতে এই কাল্পনিক গল্প।

–

–

–

–

–

–


