Wednesday, January 14, 2026

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

Date:

Share post:

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন সেই কাজে। আজ, বুধবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১৫ বছরের কাজের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে কলকাতার প্রাক্তন শেরিফ অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বাড়ি যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতার বাড়ি। সেখানেই যাওয়ার কথা বিকেল নাগাদ। ভবানীপুর মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র, অভিষেকের বাসস্থানও এই অঞ্চলে। অভিষেকের সঙ্গে দেখা হতে পারে রঞ্জিতের স্ত্রী দীপা, কন্যা কোয়েল (Koel Mallick) এবং জামাই নিসপালেরও।

একদিকে কমিশনের বিরুদ্ধে লড়াই, কেন্দ্রের বঞ্চনা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার উন্নয়নের পাঁচালি। এই ত্রিফলায় বিজেপিকে বিঁধতে তৈরি তৃণমূল। কয়েক দিন আগে দলের ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে নেতা-কর্মীদের নির্দেশও দিয়েছিলেন। এবার নিজেই নামছেন বিশিষ্টদের কাছে উন্নয়নের কথা বলতে। অভিষেককে এই ভূমিকায় দেখা নিশ্চিতভাবে ব্যতিক্রমী।

 

বারে বারেই ছক ভেঙে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিষেককে। পুজোর সময়ে মেয়েকে নিয়ে প্যান্ডেলে ঘুরেছেন। বালিগঞ্জে একটি ফিটনেস অনুষ্ঠানে মঞ্চেই টানা ৩০টি ডন দিয়ে চমকে দিয়েছিলেন। বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা সোনালি বিবিকে দেখতে হাসপাতালে গিয়েছেন, তার সন্তানের নামকরণও করেছেন। আবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন জিমের ছবি দিয়ে। এবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালি নিয়ে বিশিষ্ট অভিনেতার বাড়িতে। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া নয়, নিজেও সেই কাজ করে দেখাচ্ছেন। রঞ্জিতের বাড়ি থেকে নন্দনে যাওয়ার কথা অভিষেকের। পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর নতুন কাজ ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ প্রদর্শন রয়েছে। অভিষেক তা দেখবেন। এই ধরণের অনুষ্ঠানে অভিষেক সম্ভবত এই প্রথম। নিশ্চিতভাবে ছক ভাঙছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

spot_img

Related articles

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক 'বিশ্রাম' নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের...

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত...

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...